বারাণসী, অযোধ্যার পর এবার মথুরা! মন্দির-মসজিদের জমি জরিপের নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্ক : মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহি ইদগাহর জমি সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল জেলা আদালত (Mathura Court)। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মজজিদ ক্যাম্পাসের মতো জমি জরিপ (Temple Mosque Premises Survey) করে পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। অতীতে এই ভাবেই দানা বেঁধেছিল অযোধ্যার মন্দির-মসজিদ বিতর্ক।

নয়ের দশকের গোড়ায় বাবরি মসজিদ ধংস করার পরই উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠন আওয়াজ তুলেছিল, ‘ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী, মথুরা বাকি হ্যায়।’ যদিও তিন বছর আগে অযোধ্যা মামলার রায় ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ‘আর বিবাদ নয়। সবাইকে এবার সহিষ্ণুতার পরিচয় দিতে হবে।’

mathura 2

অপরদিকে, আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, সঙ্ঘ শুধু অযোধ্যার আন্দোলনের সঙ্গেই নিজেকে যুক্ত রেখেছিল। এই ধরনের আর কোনও ধর্মীয় বিবাদে সঙ্ঘ জড়াবে না। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র। বারাণসী, মথুরার মসজিদকে নিয়ে এবার ‘ঝাঁকি’ দেওয়ার কাজ শুরু হয়েছে আদালতে।

হিন্দু সেনা নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে মথুরার সিনিয়র ডিভিশন আদালত আগেই রায় দেয়, শাহী ইদগাহর নিচে মন্দিরের অংশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তার প্রাথমিক পর্ব হল জমি জরিপ। সিনিয়র ডিভিশন আদালতের বিচারপতি বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারকে একজন সার্ভেয়ার বা আমিন নিয়োগের নির্দেশ দিয়ে বলেন ১৭ এপ্রিলের মধ্যে জরিপের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

আদালতের এই নির্দেশের পরও হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়, জরিপের সময় মুসলিম পক্ষ হাজির থাকলে হিন্দুদেরও উপস্থিত থাকতে দিতে হবে। মামলায় হিন্দু পক্ষ আগেই দাবি করে যে শাহি ইদগাহ মসজিদে হিন্দু মন্দিরের প্রতীক রয়েছে যা প্রমাণ করে মসজিদের নীচে দেবতার গর্ভগৃহ এবং মন্দিরের আরও নির্দশন থাকতে পারে। বৈজ্ঞানিক জরিপে এগুলির সত্যতা প্রমাণিত হবে।

Sudipto

সম্পর্কিত খবর