পবিত্র গঙ্গাতে স্নান করে মন প্রাণ শুদ্ধ হলো, বললেন জন্টি রোডস

২৯ মার্চ আইপিএল শুরু। তার আগেই  মানসিক প্রস্তুতি সারলেন জন্টি রোডস (jonty Rhodes)। ভারতের সঙ্গে যেন তার আত্মিক সম্পর্ক। কিন্তু তিনি ভারতীয় নন। ভারতের মাটিতে তার জন্ম নয়। কাজের সূত্র ধরেই এ মাটিতে পা রেখেছিলেন তিনি। ক্রিকেট ছাড়ার পরও  ভারতের প্রতি ভালবাসা একই রকম আছে। এই দেশের প্রতিটি কোনায় কোনায় জন্টির ফ্যান সংখ্যা অনেক।

সামনেই আইপিএল। তাই আগামী কয়েকটা মাস জন্টি ভারতে থাকবেন। ইতিমধ্যে মুম্বইয়ের ফিল্ডিং কোচ দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

তাই মন ও শরীর শুদ্ধ করতে ডুব দিলেন ঋষিকেশের গঙ্গায়। গঙ্গায় ডুব দিয়ে স্নান করার পর একটি ছবি টুইটারে পোস্ট করেনও তিনি। আর বলেন, ‘পবিত্র  গঙ্গার ঠাণ্ডা জলে আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায়।

ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করেন জন্টি। তাই নিজের কন্যার নাম রেখেছেন ইন্ডিয়া। আর তাতেই বোঝা যায় তিনি ভারতকে কতটা ভালবাসেন।গঙ্গা স্নানের ছবি পোস্ট করে দর্শক ও সমর্থকদের ভালবাসা আদায় করে নিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডস। এখন অনেকেই জন্টিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছেন।

 

 

 

সম্পর্কিত খবর