বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বোমা ফাটাচ্ছেন হিরো আলম (Hero Alom)। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ইউটিউবার। ওপার বাংলায় নাকি তাঁর প্রতিভার সঠিক কদর হয় না। এপারে তো নিত্য নতুন ভাইরাল গায়ক উঠে আসছেন নেটদুনিয়ার দৌলতে। তাদের মধ্যে থেকেই দুই চর্চিত গায়ক গায়িকার সঙ্গে গান রেকর্ড করলেন বাংলাদেশের আশরাফুল আলম।
কলকাতায় পা রাখতে না রাখতেই প্রথম চমকটা দিয়েছিলেন তিনি। ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) সঙ্গে নিয়ে গান রেকর্ড করেছিলেন তিনি। রবিবার দিলেন দ্বিতীয় চমক। এবার তাঁর সঙ্গী রানু মণ্ডল (Ranu Mondal)। ভাইরাল হওয়ার দিক দিয়ে রানু ভুবনের সিনিয়র। তিন বছর আগে রানাঘাটের স্টেশনে বসে থাকা ছন্নছাড়া অবস্থার রানুকে আবিষ্কার করেছিলেন এক নেটনাগরিক।
স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গাইতেন তিনি। দীর্ঘ অযত্নে পোশাক আশাকের অবস্থা ছিল তথৈবচ। কিন্তু মরচে পড়েনি রানুর কণ্ঠস্বরে। আর সেটা দেখেই অবাক হয়েছিলেন সকলে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রানুর গান। উপাধি জোটে ‘লতাকণ্ঠী’। সোশ্যাল মিডিয়ার এমনি মহিমা যে রানাঘাট থেকে মুম্বই পর্যন্ত পৌঁছে গিয়েছিল রানুর ভাইরাল গানের ভিডিও।
তারপরেই বলিউড থেকে ডাক। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড। জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন রানু। পতন হতেও বেশি সময় লাগেনি। এখন ইউটিউবারদের মাঝেই বেশি জনপ্রিয় রানু মণ্ডল। এবার বাংলাদেশের ভাইরাল ইউটিউবার হিরো আলমের সঙ্গেও গান রেকর্ড করে নিলেন তিনি।
নিজের ফেসবুক হ্যান্ডেলে রানুর সঙ্গে গান রেকর্ড করার কয়েকটি ছবি শেয়ার করেছেন হিরো আলম। লেকটাউনের একটি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গান। নাম, ‘তুমি ছাড়া আমি’। গীতিকার নবজরুল কবির এবং সুরকার এফ এ প্রীতম।
হিরো আলম বলেন, “রানু দিদি সত্যিকারের ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছিলেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। রানুদির সঙ্গে গাইতে পেরে আমি ধন্য। কলকাতায় এসে ভুবন বাদ্যকর ও রানু মণ্ডলের সঙ্গে দুটো গান গাইলাম। আশা করি দুটোই ভাইরাল হবে।”