হঠাৎ রাজ্যে একধাক্কায় বাতিল হয়ে গেল ১ লক্ষ রেশন কার্ড! বায়োমেট্রিক চালু হতেই যা হচ্ছে…

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশ জুড়ে সমস্ত রেশন গ্রাহকদের এক ছাতার তলায় আনতে পশ্চিমবঙ্গেও চালু করা হয়েছে বায়োমেট্রিক। আর তারপরেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, বায়োমেট্রিক চালু হওয়ার পরেই কোচবিহার জেলায় বাতিল হয়েছে প্রায় এক লক্ষ রেশন কার্ড (Ration Card)। অথচ এই সমস্ত রেশন কার্ডে আগে নিয়মিত রেশন তোলা হয়েছে।

বায়োমেট্রিক চালু হতেই বাতিল ১ লক্ষ রেশন কার্ড (Ration Card)!

রিপোর্ট বলছে কোচবিহার জেলায় বায়োমেট্রিক চালু হওয়ার পর গত তিন-চার মাসের মধ্যে এক লক্ষ রেশন গ্রাহকের কার্ড (Ration Card) বাতিল করা হয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও এই সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করতে না আসায় এবং তাদের কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে এতদিন কি তাহলে ভুয়ো কার্ড ধারীরা এই রেশন তুলছিলেন? যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা। 

বিষয়টি সামনে আসতেই কোচবিহার জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার জানিয়েছেন গোটা জেলায় এখনও পর্যন্ত সব মিলিয়ে তিন লক্ষ মানুষের রেশন কার্ডের (Ration Card) সঙ্গে বায়োমেট্রিক করানো বাকি রয়েছে। তবে এদের মধ্যে অনেকেই কাজের জন্য বাইরে রয়েছেন। সবার সাথে যোগাযোগ করা হয়েছে। একইসাথে তিনি জানিয়েছেন অনেক শিশু রয়েছে, এখনও তাদের আধার কার্ড হয়নি। তবে এসবের বাইরেও ১ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে পদ ছাড়তে হবে রেজিস্ট্রারকে! হাইকোর্টে পুর্নবহালের আবেদন চিকিৎসকদের

বায়োমেট্রিক চালু হতেই কেন এত রেশন কার্ড (Ration Card) বাতিল করা হল? এর পিছনেই ঠিক কি কারণ রয়েছে? তা জানেননি তিনি। জানা যাচ্ছে, কোচবিহার জেলায় এই মুহূর্তে ২৯ লক্ষ ৫৪ হাজার গ্রাহক রয়েছেন। তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ বা বায়োমেট্রিক করানোর কাজ চলছে এখনও। এই প্রক্রিয়ার মাধ্যমে ধরা পড়েছে  লক্ষাধিক ভুয়ো কার্ড। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই কোচবিহার জেলায় প্রায় তিন লক্ষ গ্রাহকের বায়োমেট্রিক করানোর কাজ বাকি রয়েছে।

Ration

খাদ্য দপ্তর সূত্রে খবর সঠিক ব্যক্তি যাতে নিজেদের রেশন নিজেরাই তুলতে পারেন তার জন্য এই বায়োমেট্রিক করার ব্যবস্থা করা হয়েছে। বায়োমেট্রিক করা থাকলে এই কার্ড দিয়েই দেশের যে কোনো রাজ্যের, যে কোনো গ্রাহক রেশন তুলতে পারবেন। এখন প্রশ্ন উঠছে, এই বিশাল সংখ্যাকে ভুয়োকার্ডধারীরা কারা? এর সঙ্গে কি রেশন দুর্নীতি জড়িয়ে রয়েছে? বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার আগে এইসব কার্ড দিয়েই রেশন তোলা হতো। যদিও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর