পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর কুমার, এশিয়া কাপেই ভাঙবেন বুমরার এই রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াই গড়িয়েছিল ম্যাচের শেষ ওভার অবধি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে ভারত ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয়। মহম্মদ নওয়াজের বলে একটি দুর্দান্ত ফ্ল্যাট ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন হার্দিক। তবে শুধু হার্দিক নয়, কালকের ম্যাচ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমারও।

ভুবনেশ্বর কুমার এই ম্যাচ জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন। শুরু থেকেই তার নিয়ন্ত্রিত লাইন এবং লেংথ এর সামনে রান তোলা কঠিন হয়ে পড়ে পাকিস্তানের দুই তারকা ওপেনার বাবর আজাম এবং মহম্মদ রিজওয়ানের পক্ষে। পাকিস্তানি অধিনায়ককে যেমন করে ড্রেসিংরুমে ফিরিয়েছেন ভুবি তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। একের পর এক আউটসুইংয়ে তিনি পাকিস্তান অধিনায়ককে ফ্রন্টফুটে বিট করছিলেন। তারপর আচমকাই চমক দেওয়া বাউন্সারে তিনি বাবর আজমকে পুল শট খেলতে বাধ্য করেন এবং বাবর মিস টাইম করে অর্শদীপের হাতে ক্যাচ তুলে দেন।

এরপর নিজের দ্বিতীয় স্পেলে ওভারে বল করতে এসে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। নেটে দেড়শ ছক্কা হাঁকানোর গল্প দেওয়া আসিফ আলীকে ভুবি একটি লেগ কাটার দিয়ে ঠকিয়ে দেন। বড় শট খেলতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এরপর নিজের শেষ ওভারে শাদাব খান এবং নাসিম শাহকে পরপর দুই বলে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সামনেও দাঁড়িয়ে ছিলেন ভুবি। কিন্তু হ্যাটট্রিকটা শেষ পর্যন্ত না পেলেও অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে ম্যাচে অ্যাডভান্টেজ দিয়েছিলেন তিনি।

bhuvneshwar kumar

যদিও ইনিংসের মাঝখানে তিনি জানান যে তাদের আরো ভালো করা উচিত ছিল যেহেতু তারা প্রথম থেকেই উইকেট নিতে শুরু করেছিলেন। তার মতে তারা শেষদিকে পাকিস্তানকে ১৫ রান অতিরিক্ত যোগ করতে দিয়ে ফেলেছিলেন যা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তীতে তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং ভারতকে ১৪৮ রানের লক্ষ্য পেরোতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। ম্যাচ শেষে অবশ্য নিজের চেয়ে হার্দিক পান্ডিয়ার প্রশংসায় বেশি শোনা গেছে ভুবির মুখে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ও পান্ডিয়া ভারতের সম্পদ হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

এইমুহূর্তে একটি বড় রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে আছেন ভুবনেশ্বর কুমার যা তিনি ভেঙে দেবেন একপ্রকার নিশ্চিত করেই বলা যায়। এখনো অবধি ভারতীয় দলের হয়ে এক ক্যালেন্ডার পড়ছে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে যশপ্রীত বুমরার নামে। ২০১৬ সালে ২৮ টি টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে নিয়েছিলেন তারকা পেসার। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর চলতি বছরে ভুবনেশ্বর কুমারের টি-টোয়েন্টি উইকেটের সংখ্যা ২৪। চোট-আঘাত বাঁধা না হয়ে দাঁড়ালে খুব সম্ভবত এশিয়া কাপেই বুমরাকে টপকে যাবেন ভুবি। আর এশিয়া কাপে না হলেও ভারতের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে সুস্থ থাকলে বোম্বাই যে নতুন ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি উইকেট এর মালিক হয়ে দাঁড়াবে সে ব্যাপারে হয়তো আর কোনও সন্দেহ থাকে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর