পরপর দাদা, তারপর মা আর এবার বাবা! পিতৃবিয়োগ মহেশ বাবুর, ঘোর শোকের ছায়া পরিবারে

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরটা একেবারেই ভাল নয় মহেশ বাবুর (Mahesh Babu) পরিবারের জন‍্য। বছরের প্রথম মাস থেকে মৃত‍্যু যেন ছায়ার মতো ঘুরছে তাঁদের সঙ্গে। প্রথমে বড় দাদা রমেশ বাবু, তারপর মা ইন্দিরা দেবী, আর এবার বাবাকেও হারালেন তেলুগু অভিনেতা। প্রয়াত তেলুগু ইন্ডাস্ট্রির বর্ষীয়ান সুপারস্টার কৃষ্ণা। মঙ্গলবার ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি।

জানা যাচ্ছে, গত সোমবার ভোরে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন কৃষ্ণা। দ্রুত হায়দ্রাবাদের এক সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবার ভোর রাতে মৃত‍্যু হয় তাঁর। বর্ষীয়ান সুপারস্টারের মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু ইন্ডাস্ট্রিতে।

Mahesh babu father
সুপারস্টার কৃষ্ণার পুরো নাম ঘট্টমনেনি শিবা রামা কৃষ্ণা মূর্তি। ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় অভিষেতা ছিলেন তিনি। অভিনয় করেছিলেন প্রায় ৩৫০ র ও বেশি ছবিতে। পরবর্তীকালে ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনি। পদ্ম ভূষণ পুরস্কারও পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।

মঙ্গলবারই হায়দ্রাবাদে শেষকৃত‍্য সম্পন্ন হয় প্রয়াত অভিনেতার। এদিন মহেশ বাবুর বাড়িতে তারকাদের ঢল নেমেছিল। এসেছিলেন আল্লু অর্জুন, রাম চরণ, জুনিয়র এনটিআর, বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন‍্য, পবন কল‍্যাণের মতো তারকারা। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহেশ বাবুকেও সান্ত্বনা দিতে দেখা যায় তাঁদের।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে প্রয়াত হন মহেশ বাবুরর দাদা রমেশ বাবু। দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি। মহেশ ও রমেশ বাবুরর পরিবারের তরফে সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানানো হয়েছিল এই খবর।

গত সেপ্টেম্বর মাসে নিজের মাকে হারান মহেশ বাবু। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। হায়দ্রাবাদে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রথমে দাদা, তাযপর মা, আর এখন বাবা পরপর তিন প্রাণের মানুষকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন মহেশ বাবু।

Niranjana Nag

সম্পর্কিত খবর