বুমরা অতীত, এবার বিশ্বকাপের আগে আরও এক তারকা ক্রিকেটারকে হারাতে চলেছে রোহিতের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। টুর্নামেন্ট আরম্ভের আর বাকি রয়েছে মাত্র তিন মাস। কিন্তু ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নিয়ে ভারতীয় সমর্থকরা অত্যন্ত বেশি চিন্তিত। চোটের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার এখনও সুস্থ নন। খুব শীঘ্রই যে তারা ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এমন কোন আপডেটও বিসিসিআই (BCCI) এখনো অবধি জানায়নি। দেশের মাটিতে সেই সমস্ত ক্রিকেটারদের অভাব যে ভারত ভালোই অনুভব করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এরমধ্যে সবচেয়ে বড় নাম হলো যশপ্রীত বুমরা। ভারতের মাটিতে খেলা হলেও তার বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে পিচ, পরিস্থিতি নির্বিশেষে। বিশেষ করে ডেথ ওভারে তার মতো কার্যকর বোলার গোটা বিশ্বে খুব কমই আছে। তাকে যে পাওয়া যাবে না সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তার সঙ্গে এখন মহম্মদ শামির মতো অভিজ্ঞ পেসারকেও না পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।

সকলেই জানেন যে মহম্মদ শামি এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন। তিনি ক্যারিবিয়ান সফরে যাওয়া ভারতীয় দলের অংশ নন। তাহলে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে কেন এই প্রশ্ন অনেকের মনেই জাগবে এবং সেটা খুবই স্বাভাবিক। শামিকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সন্দেহ তৈরি হওয়ার কারণ মাঠের সঙ্গে জড়িত নয়, জড়িত তার ব্যক্তিগত জীবনের সাথে।

md shami
বিশ্বকাপে অনিশ্চিত শামি

শামির স্ত্রী হাসিন জাহান তার বিরুদ্ধে যে গার্হস্থ‍্য বিবাদের মামলা করেছিল তা ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নিম্ন আদালত এই মামলায় শামির গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি করেছিল। তারপর সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন হাসিন। কিন্তু চার বছর ধরে মামলাটি ঝুলে রয়েছে। তবে সুপ্রিম কোর্ট এক মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তির আদেশ দিয়েছে আলিপুর সেশন কোর্ট-কে।

২০১৮ সাল থেকে এই মামলা চলছিল এবং ২০১৯ সালে শামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেই রায়ের বিরুদ্ধে পাল্টা মামলা করে বেশ কিছুদিনের জন্য স্বস্তি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু হাসিনের দ্রুত মামলা নিষ্পত্তির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএ নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আলিপুর সেশন কোর্ট-কে এক মাসের মধ্যে মামলার শুনানির নির্দেশ দিয়েছে। মিটমাট না করা গেলে হয়তো গ্রেফতার করা হতে পারে ভারতীয় পেসারকে। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে নতুন করে চিন্তা বাড়বে রোহিত শর্মার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর