বাংলা হান্ট ডেস্কঃ সব অদলবদল! এবারে বদলাতে চলেছে আর জি কর মামলার (RG Kar Case) বিচারপতি। গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ। ধর্ষণ করে খুণ করা হয়েছিল আর জি করে ডিউটিতে থাকা ওই তরুণী চিকিৎসককে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। তারপর বহু প্রতিবাদ, আন্দোলন চলে। বর্তমানে আর জি কোর মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।
এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। এদিকে আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। অবসরের আগে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আগামী ৫ নভেম্বর আর জি কর মামলার শুনানি রয়েছে। সেটাই প্রধান বিচারপতির এজলাসে শেষ শুনানি। এরপর কে শুনবেন এই মামলা?
আর জি কর কাণ্ডের পর প্রায় তিন মাস হতে চলল। এখনও বিচার পায়নি তিলোত্তমা। আর কবে সাজা পাবে দোষীরা? এই প্রশ্নেই এখন তোলপাড় সমাজ। এরই মাঝে বদলাচ্ছে আর জি কর মামলার বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হওয়ার পর তার উত্তরসূরি হিসাবে দায়িত্ব নেবেন বিচারপতি সঞ্জীব খন্না।
আরও পড়ুন: চলছে আর জি কর মামলা! এরই মাঝে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের
বিচারপতি সঞ্জীব খন্নাই এই সময়ে সুপ্রিম কোর্টে সব থেকে প্রবীণ বিচারপতি। তবে তিনি মাত্র ছয় মাস প্রধান বিচারপতির পদে দায়িত্বে থাকবেন। ২০২৫ সালের ১৩ মে তার অবসর। বর্তমানে বহু আলোচিত আর জি কর মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। এক্ষেত্রে প্রধান বিচারপতির অবসরের পর যদি এজলাস বদল না হয় তাহলে আর জি কর মামলা শুনতে পারেন বিচারপতি সঞ্জীব খন্নাই।