‘সিআইডি’র জোরেই এসেছিল জনপ্রিয়তা, সিরিয়াল শেষ হতে হারিয়েই গেলেন প্রদ‍্যুম্ন-দয়া-অভিষেকরা

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে যত জনপ্রিয় সিরিয়াল এসেছে হিন্দি টেলিভিশনে তার মধ‍্যে জনপ্রিয়তার বিচারে প্রথম দিকে থাকবে ‘সিআইডি’ (CID)। গোয়েন্দা সংস্থার কার্যকলাপের নানান কাহিনি নিয়ে শুরু হয়েছিল এই শো, যা চলেছিল দীর্ঘ ২১ বছর ধরে। সিআইডি শেষ সম্প্রচারিত হয় ২০১৮ তে। যদিও তারপরেও এর জনপ্রিয়তা কমেনি এতটুকু।

এসিপি প্রদ‍্যুম্ন, দয়া, অভিজিৎ, ডক্টর সালুঙ্খে, বিবেক, ফ্রেডির মতো চরিত্র দর্শকদের মনে এখনো সমান উজ্জ্বল। এদের মধ‍্যে অনেকে নতুন কাজ খুঁজে পেয়েছেন, অনেকে হারিয়েই গিয়েছেন। এমনকি সিআইডির একটি পর্বে দর্শকদের অত‍্যন্ত প্রিয় চরিত্র ‘এসিপি প্রদ‍্যুম্ন’র মৃত‍্যুও দেখানো হয়েছিল।

dayanand shetty biography
তবে চিন্তার কারণ নেই। এসিপির চরিত্রাভিনেতা শিবাজী সতম এখনো বহাল তবিয়তে আছেন। জানলে অবাক হবেন, সিআইডির আগে তিনি ব‍্যাঙ্কে ক‍্যাশিয়ার হিসাবে কাজ করতেন। ব‍্যক্তিগত জীবনে স্ত্রী, দুই ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার শিবাজীর।

দয়ার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তাঁর আসল নাম দয়ানন্দ শেট্টি। কিন্তু প্রথমটা অভিনয় জগতে আসতে চাননি দয়া, এমনকি এই চরিত্রটিও নাকি করতে চাননি। কোনোদিন অভিনয়ে আসার কথা ভাবেননি তিনি। পারিবারিক প্রথা অনুযায়ী হোটেল ব‍্যবসাতেই ঢোকার কথা ছিল তাঁর। অভিনয়টা শখ করে করতেন। প্রশংসা পেয়েই থিয়েটারে যোগ দেন দয়া। সেখান থেকে টেলিভিশন, তারপর বড়পর্দা।

বাস্তবের দয়া জানান, অডিশনের সময় তাঁদের জানানো হয়েছিল সিআইডি শোটি খুব বেশি হলে এক কী দু বছর চলবে। কিন্তু তা চলল টানা ২১ বছর ধরে! হিন্দি টেলিভিশন জগতে নিঃসন্দেহে একটা বড় মাইলফলক। আর এই সাফল‍্যের জন‍্য দর্শকদেরই ধন‍্যবাদ জানান দয়া। এখন আর অভিনয় না করলেও আগামীতে একটি ওয়েব সিরিজে তাঁর কাজ করার কথাবার্তা চলছে।

52795156
দয়ার পাশাপাশি সিআইডির অন‍্যতম জনপ্রিয় চরিত্র সিনিয়র ইনস্পেকটর অভিজিৎ। এসিপি প্রদ‍্যুম্নের ডান ও বাঁ হাত ছিলেন অভিষেক এবং দয়া। অভিজিতের চরিত্রে অভিনয় করেছিলেন আদিত‍্য শ্রীবাস্তব। সিআইডি ছাড়াও আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। সিরিয়ালে তাঁকে অবিবাহিত দেখানো হলেও বাস্তবে ঘোরতর সংসারী আদিত‍্য। তিন সন্তানের বাবা তিনি।

পর্দায় আবার অভিজিতের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর তারিকার সম্পর্ক দেখানো হয়েছিল। তারিকার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা মুসলে। হিন্দি টেলিভিশন দুনিয়ার নামী মুখ তিনি। এর আগে মডেলিংও করেছেন শ্রদ্ধা। লেডি ইনস্পেকটর পূরভীর চরিত্রটিও বেশ জনপ্রিয় ছিল। চরিত্রাভিনেত্রী আনসা সইদ পরবর্তীতে আরো কয়েকটি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর