IPL সম্পর্কে বিস্ফোরক অভিযোগ! তারপরেই এই কারণে KKR অধিনায়ক রানাকে শাস্তি দিলো BCCI

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিজে অধিনায়কোচিত পারফরম্যান্স করে দলকে একটি অসাধারণ জয় পেতে সাহায্য করেছেন। বহু বছর বাদে চেন্নাইয়ের ঘরের মাঠে জয় পেয়েছে কেকেআর (KKR)। এইজন্য অধিনায়ক নীতিশ রানার (Nitish Rana) ব্যাটিংয়ের পাশাপাশি তার অধিনায়কত্বও অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। তবে রানা ম্যাচের পর একটি বিষয় নিয়ে আফসোস প্রকাশ করেছিলেন।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার দিতে এসে রানা জানিয়েছিলেন যে আইপিএলের প্রত্যেকটা দল হোম অ্যাডভান্টেজ পায় শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স বাদে। সকলেই জানেন যে এই মরশুমে কেকেআরের মূল অস্ত্র হল স্পিন। নারায়ণ, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা যেইটাই ম্যাচে ভালো বোলিং করেছেন সেই ম্যাচগুলোতে নাইটদের জয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছে।

কিন্তু ইডেন গার্ডেন্সে এবার টার্নিং ট্র্যাক পায়নি নাইট রাইডার্স। মূলত পাটা ব্যাটিং বান্ধব উইকেটে নাইটদের যাবতীয় হোম ম্যাচ আয়োজিত হয়েছে। খুব সম্ভবত এই নিয়ে খুব একটা সন্তুষ্ট নন নীতিশ রানা। তবে এই মন্তব্য করার পরে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

তবে সেই শাস্তির কারণ অবশ্য ভিন্ন। এই নিয়ে মরশুমে দুই বার স্লো ওভার রেটের শিকার হয়েছে কেকেআর। কাল প্রথম ইনিংসের জন্য নির্ধারিত করি ওভারের যে সময় তা শেষ হওয়ার পর দেখা যায় তখনও এক ওভার বাকি রয়েছে নাইটদের বোলিংয়ের। এই ঘটনার কারণে নীতিশ রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে।

এই বিষয়টি নিয়ে কাল আম্পায়ারদের সঙ্গেও তর্কে জড়িয়ে ছিলেন কেকেআর অধিনায়ক। অবশ্য এর জন্য যে শুধুমাত্র রানাকে একা জরিমান দিতে হয়েছে তা নয়। গোটা দলকে এমনকি ইম্প্যাক্ট প্লেয়ারকেও এর জন্য জরিমানা দিতে হয়েছে। তবে সেই সব নিয়ে হয়তো খুব একটা চিন্তিত পরবর্তীকালে হবেন না রানা। তার সিএসকের বিরুদ্ধে ম্যাচের পারফরম্যান্স যে দলকে এখনো প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে এই ব্যাপারটাই বেশি স্বস্তি দেবে তাকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর