অমিত সরকার : দশমী তখন শেষ। দশভুজা রওনা দিয়েছেন তার বাপের বাড়ি থেকে পুনরায়। মশগুল বাঙালি ভুলে গেছে তার পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা মানুষদের। তারা হয়তো জানেনা যে সেসব মানুষগুলো একমুঠো ভাতের জন্য তাকিয়ে থাকে সেই সব বুর্জোয়া শ্রেণীর মানুষের ফেলে দেওয়া আবর্জনার দিকে। দশমী শেষ হতেই রাস্তায় ঢল নামে। সেই সমস্ত মানুষদের যারা হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে রওনা দেয় লোকের উচ্ছিস্ট বোতলগুলো খুঁজে খুঁজে বের করে।
আর তাদের কাছে রাত কিছুই না। দিন তাদের কাছে একটি মরীচিকা মাত্র। এমনই দেখা গেল কালিয়াগঞ্জ শহরের বুকে দশমীর বিসর্জন শেষ হতেই তারা নেমে পড়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে উপার্জনের উদ্দেশ্যে। তাদের কাছে কেউ পারেনা সেই জৌলুষপূর্ণ উজ্জ্বল আলোকরশ্মি।
কিন্তু ছত্রিশগড়ে অম্বিকাপুরে দেখা গেল গার্বেজ ক্যাফের। যেখানে ছত্রিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহ দেব রি কাফের উদ্বোধন করেন। যা দিনে 24 ঘন্টাই খোলা থাকবে। তা থেকে প্লাস্টিক তুলে ক্যাফেতে নিয়ে গেলে সে পেয়ে যাবে বিনামূল্যে খাবার। পরিবেশের দিকেও যেমন লড়াই এর একটি বিষয়ে সজাগ থাকছে, তেমনি আবর্জনার বদলে নাগরিকদের খাবারের ব্যবস্থাও এক অনন্য নজির করছে।