ভারতকে হারিয়ে হুমকি দেন সাকিব! এখন টাকার অভাবে বাংলাদেশকে অস্ট্রেলিয়াই পাঠাতে পারছে না BCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চারদিন আগেই এশিয়া কাপে (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে একটি স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। দুই দলই নিজেদের কিছু নিয়মিত তারকাকে বাইরে রেখে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। তারপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ের পর সাকিব বলেছিলেন যে বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই তারা এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে যেমন পারফরম্যান্স করেছেন তা দেখে বলাই যায় যে তারা একটা ভয়ংকর টিম। বিশ্বকাপে তাদেরকে সমীহ করতে হবে সকলকে। অনেকেই মনে করছেন যে এই বার্তা আসলে ভারতীয় দলের প্রতি ছিল। বাংলাদেশের সমর্থকরাও এই ম্যাচটিতে ভারতকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলেন। শেষ চার ওডিআই সাক্ষাতে তিনটি ম্যাচ জেতার পর তাদের পক্ষে উত্তেজনাটা অবশ্য অস্বাভাবিক ব্যাপার নয়।

bangladesh gill

কিন্তু এই খুশির দিনে এর মধ্যেই একটি অস্বাভাবিক ব্যাপার ঘটেছে বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে। বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর প্রায় চূড়ান্ত ছিল। অক্টোবরে চার দিনের জন্য তাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। ওখানকার স্থানীয় কিছু দলের বিরুদ্ধে বাংলাদেশের এই তরুণ অনভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাচ খেলার কথা ঠিক হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সফরটি বাতিল হয়েছে।

কিন্তু আচমকা এই অনেক দূর এগিয়ে যাওয়া কথাবার্তা হওয়া সত্ত্বেও কেন সেই সফরটা বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? জানা গিয়েছে যে সেই শহরটি সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের হিসাব অনুযায়ী ৬-৭ কোটি টাকা খরচ করতে হতো তাদের। কিন্তু বিশ্বকাপের আগে বাংলাদেশ ‘এ’ দলকে নিয়ে অতটা খরচ করতে চাইছে না বিসিবি।

বাংলাদেশের এখন মূল লক্ষ্য হলো যে ক্রিকেটাররা অসুস্থ বা ব্যক্তিগত সমস্যার কারণে দলের বাইরে ছিলেন তাদেরকে মানসিক ও শারীরিকভাবে তরতাজা করে তুলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পাঠানো। সেই লক্ষ্যে ভারতে আসার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে একটি ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু চূড়ান্ত পরীক্ষায় তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারবে সেই নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর