সুখবর! এবার দুর্দান্ত বেতনের চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! এবার শূন্যপদে নিয়োগের (Recruitment) পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটি থেকে জানা গিয়েছে যে, এবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা, বেতন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল

কোন পদে করা হবে নিয়োগ: এই প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত কোঅর্ডিনেটর ডিইআইসি-আরবিএসকে পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ১২ টি। জানিয়ে রাখি যে, এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

বেতন: প্রতি মাসে বেতনের পরিমাণ হল ৩২ হাজার টাকা।

আরও পড়ুন: মাত্র ২২ বছর বয়সেই UPSC পাশ করে হয়েছেন IAS! অনন্যার সাফল্যের নজির অবাক করবে সবাইকে

বয়স: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন ফের রেকর্ড গড়লেন সুরাপ্রেমীরা! কোটি কোটি টাকার মদ বিক্রি রাজ্যে, এগিয়ে এই জেলা

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ইন ফিজিয়োথেরাপি/ ব্যাচেলর ইন অকুপেশন্যাল থেরাপি/ ব্যাচেলর ইন প্রস্থেটিক অর্থটিক্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, বিএসসি নার্সিং-এর ডিগ্রি থাকা দরকার। এছাড়াও, কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে এবং রাজ্যের বাসিন্দা হতে হবে।

The state health department has issued a notification for the recruitment

আবেদন পদ্ধতি:
১. প্ৰথমে প্রার্থীকে স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে “হোমপেজ” থেকে “রিক্রুটমেন্ট” অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।
৩. সেখানে দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দিতে হবে আবেদন ফি-ও।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন: প্রার্থীদের আগামী ৩ অক্টোবর, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর