বাংলায় তৃণমূলের পতন আসন্ন! দিল্লি দখলের পর বার্তা সুকান্ত-শুভেন্দুর, পাল্টা কুণাল বললেন…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মনসদে বসছে বিজেপি (BJP)। শনিবার দীর্ঘ প্রায়৩ দশকের অবসান ঘটিয়ে আপ সরকারকে কার্যত পর্যদুস্ত করে বিপুল ভোটে জয়লাভ করেছে কেন্দ্রের মোদি সরকার। প্রসঙ্গত আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও গোটা দলের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধেও রয়েছে সেই একই অভিযোগ। তাই দিল্লি জয়ের পর এবার বিজেপির টার্গেট বাংলা।

বিজেপি (BJP) দিল্লি জয়ের পর বিস্ফোরক সুকান্ত-শুভেন্দু!

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচন নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। শনিবার মোদি ম্যাজিকেই  দিল্লিতে উঠেছে গেরুয়া ঝড়। তারপরেই দিল্লির বাসভবনে সেখানকার বসবাসকারী বাঙালি সমাজকে নিয়ে জয়ের আনন্দে মেতে উঠেছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দিল্লি দখলের পর উচ্ছাসিত সুকান্ত মজুমদার এদিন বললেন, ‘২৭ বছরের বেশি সময় ধরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় নেই। মানুষ বিরোধীদের ‘মিথ্যা প্রতিশ্রুতিতে কান না দিয়ে দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার লক্ষ্যে রায় দিয়েছেন।’

আজ দিল্লি জয়ের পর পশ্চিমবঙ্গেও, তৃণমূলের পতন আসন্ন বলেই দাবি করলেন সুকান্ত। তাঁর দাবি, দিল্লিতে বসবাসকারী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। এরপইরেই তিনি বললেন, ‘এবার লক্ষ্য বাংলা। আগামী ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের হার শুধু সময়ের অপেক্ষা। মুখে যতই বিশ্ব বাংলা বলা হোক, বাংলা আসলে নিঃস্ব বাংলা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় আমরা শীঘ্রই গেরুয়া পতাকা তুলব।’ সুকান্তবাবুর কথায়,’মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন। বাংলাতেও বদল আসবে।’

বিজেপির (BJP) দিল্লি জয়ের জন্য বাঙালিদের কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি মনে করলেন কিভাবে দিল্লির বাঙালি সমাজ এক হয়ে আম আদমি পার্টিকে গদিছাড়া করেছেন। একইসাথে দিল্লির এই জয়ের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।

Sukanta Majumdar

মহিষাদল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘ঐক্যবদ্ধ হোন, বাংলাতেও পরিবর্তন হবে।’ একইভাবে বিজেপির ওয়েস্টবেঙ্গল পেজেও লেখা হয়েছে, ‘দিল্লিতে বিদায় হল আপ। এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।’

যদিও বিজেপির দিল্লি জয় নিয়ে এই মাতামাতিকে বিশেষ আমল গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৬, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল আড়াই শোর বেশি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X