দিল্লীর পর গুজরাটেও শুরু উপদ্রব, করলো ঘরবাড়ি দোকান পাট লুট

বাংলাহান্ট ডেস্কঃ প্রস্তুতি চলছিল আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের (Trump) আহমেদবাদ (Ahmedbad) সফরের। তারই মাঝে ২৩ শে ফেব্রুয়ারি ইসলামিক আধিপত্যের এক নির্লজ্জ প্রদর্শনীতে জিহাদি জনতা দিল্লীর পর গুজরাটের (Gujarat) খামবতে হিন্দুদের বাড়িতে হামলা চালায়। এমনকি ভেঙে দেয় মন্দিরও। পুলিশ এই ট্রাম্পের ভারত সফরের বিষয়ে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে প্রচুর সংখ্যক মুসলমান নিজেদেরকে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংগঠিত করে নেয়। এবং আকবরপুর (Akbarpur), লাল দরজা (Lal Darwaja), ভাবসরবাদ (Bhavsarvad), ভোইবাড়ী, পিঠ বাজার ইত্যাদি অঞ্চলে তাণ্ডব ভয়ানক তান্ডব চালায়।

gujrat 2222

 

পুলিশ জানায়, রবিবার দুপুরে প্রথমে মুসলিম জনতা ভবসরবাদে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায়। পিরাজপুর ও ত্রান লিমদি অঞ্চল থেকে আরও মুসলিম জনতা ধীরে ধীরে সেই অঞ্চলে ভিড় করে। সেখানে হামলা চালিয়ে হিন্দু মন্দির ভাঙচুর করা হয় এবং হিন্দুদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে উভয় সম্প্রদায়ের জনতার মধ্যে পাথর বৃষ্টি হতে থাকে। কাজীওয়াদ, পাঁচ হাটিদি, দাদিবা, ত্রান লিমাদি ইত্যাদি জায়গায় প্রায় 1200 জন মুসলমান অস্ত্র হিন্দুদের ঘরে ঢুকে ঘরগুলিকে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩০ টিরও বেশি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

পুলিশের গুলিতে বিনোদ চাভদা নামে এক ব্যক্তি নিহত হয়। দাঙ্গা জনতার অ্যাসিড বাল্বের হামলায় তাপসীনগরের বাসিন্দা আকাশ চুনারার জ্বলন্ত জখম হন। পুলিশের সন্দেহ এটি ছিল গত মাসে সাম্প্রদায়িক দাঙ্গার ধারাবাহিকতা। মুসলমানরা যখন হিন্দু্দের বাড়িতে আক্রমণ করেছিল, কিন্তু সময়মতো পুলিশ এবং আরএফের দল সেটা থামিয়ে দিয়েছিল। খাম্বাট অঞ্চলে ব্যাপক দাঙ্গার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা আক্রমণে জড়িতদের বিরুদ্ধে কঠোর পুলিশিং এবং ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। এবং হিন্দুরা শহরে অবিলম্বে ডিস্টার্বড এরিয়া আইন প্রয়োগ করার চেষ্টা চালাচ্ছে।

gujrat 1

 

ইতিমধ্যে পুলিশ ইসলামিক দাঙ্গাকারীদের শনাক্ত করেছে সরফরাজখান ওরফে বাবলু ইউসুফখান পাঠান, সোহেল ওরফে কান্টো সরফরাজ সাইয়াদ, সাফদার হুসেন জহির হুসেন শেখ মুহাম্মদ হানিফ ওরফে বরফান শেখ, মহসিন খান ওরফে ছোর ইউসুফ খান পাঠান, মঈনুদ্দিন গুলাম হুসেন বাদশা, মঈনুদ্দিন বদরুদ্দিন শেখ প্রমুখ।

এমনকি হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে আরও দাঙ্গাকারীদের তল্লাশী করছে পুলিশ। মুসলমানদের ভিড় দ্বারা হিন্দুদের টার্গেট করে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের বিরুদ্ধে হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে খম্বাটে বন্ধের আহ্বান জানানো হয়েছিল। বিকেলে মুসলমানরা যে অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করেছিল, দেশ গুজরাত জানিয়েছে সেই অঞ্চলের হিন্দুদের মধ্যে বিশেষত ভবসরবাদ ও শহরের তিলকপুর অঞ্চলে বসবাসকারীদের মধ্যে এখনও উষ্ণ ক্ষোভ রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর