দিল্লির পর আবার ফ্রিতে বিদ্যুৎ দেবে ঝাড়খণ্ড সরকার

ইতিমধ্যেই দিল্লি সরকার রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে। আর এবার রাজ্যের সাধারন মানুষকে ঝাড়খণ্ড সরকার রাজ্যে বিনামূল্যে বিদ্যুত সরবরাহ করতে চায়। য়ার এর মধ্যে সরকার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতিও শুরু করেছে। এর পাশাপাশিও সরকারের একশো ইউনিট বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব রয়েছে।

 

মুখ্যমন্ত্রী সচিবালয়ের মতে, 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। 300 ইউনিটের উপরে ব্যবহারের জন্য, পুরো ইউনিট বিলটি প্রদান করতে হবে, যার ভিত্তিতে বিনামূল্যে বিদ্যুতের বিধান প্রযোজ্য হবে না।রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য সরকার ৩০০০ কোটি টাকার বিধান করবে বলেও জানিয়েছে। এই পরিমাণ জ্বালানি বিভাগের মোট বাজেটের তুলনায় কম ।

WhatsApp Image 2020 02 08 at 13.58.22

 

 

রাজ্যের গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সময়, জ্বালানি বিভাগের বাজেট 4000 কোটি টাকায় পৌঁছে যেতে পারে। তাই সরকার গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয় করতে উদ্বুদ্ধ করছে।

সরকারের এই প্রকল্পের ফলে রাজ্যের ৩০ লক্ষ গ্রাহক উপকৃত হবেন।  গ্রাহকরা সরকারের নিখরচায় বিদ্যুৎ প্রকল্পের সুবিধাও পাবেন। ঝাড়খন্ডের 30 মিলিয়ন দেশীয় গ্রাহক রয়েছে। সরকার ৩০ কোটি ইউনিট নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করবে। এক ইউনিট বিদ্যুৎ সরবরাহের ব্যয় সাড়ে ছয় টাকা।

 

সম্পর্কিত খবর