মাটি খুঁড়তেই বেড়িয়ে এল ঘড়া ভর্তি কড়ি, থেমে গেল বাড়ি তৈরির কাজ

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি (House) করার জন্য জমি (Land) কিনেছিলেন এক ব্যক্তি। বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়াও শুরু হয়ে গেছিল। কিছুটা কাজ হতেই থেমে গেল বাড়ি তৈরির কাজ। লোকজন এসে ভিড় জমাতে লাগল একালা জুড়ে। কারণ বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল এক কড়ি (cowry) ভর্তি ঘড়া।

download 4 9

ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) নাকাতিগাছ গ্রাম পঞ্চায়েতের চামতা গ্রামে। এই এলাকায় বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলেন এক ব্যক্তি। মাটি খুঁড়ে বাড়ি তৈরির কাজ করতে গিয়ে ভিত তৈরির জন্য মাটি খোঁড়ার সময় বেশ কিছুটা মাটি কাটতেই মাটির তলায় শাবলের সঙ্গে ধাক্কা খায় একটি পাত্র। মাটি সরিয়ে তা বের করে আনতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।

এলাকাবাসী এসে ভিড় জমায় সেখানে। কেউ কেউ আবার মনে করতে থাকেন, মাটির তলা থেকে মোহর পাওয়া গেছে। কিন্তু মাটির তলা থেকে পাওয়া যায় প্রাচীন আমলের কড়ি। তবে ঠিক কত বছরের পুরোন এই কড়ি তা এখনও জানা যায়নি। প্রশাসনকে খবর দিলে তারা সেটি খতিয়ে দেখতে শুরু করে।

প্রায়শই কোচবিহারে কিন্তু মাটি খুঁড়ে বিভিন্ন পুরাতন জিনিস আবিষ্কার পাওয়া যাচ্ছে। গত কয়েকমাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ঘটল এই ঘটনা, যেখানে মাটি খুঁড়তেই বেরিয়ে এল প্রাচীন কালের বহু দূর্মুল্য জিনিস পত্র। এই জেলার ফুলবাড়ি এলাকা থেকে এর আগে বহু প্রাচীন আমলের ব্যবহৃত পুজোর বাসনপত্র ও দেবদেবীর ভাঙা মূর্তি পাওয়া গিয়েছিল। তবে এবার মাটি খুঁড়তে বেরিয়ে এল এক ঘড়া কড়ি। যা নিয়ে হৈচৈ পড়ে যায় এলাকায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর