ট্রাম্পের জয়ের পর আমেরিকার দিকে নজর আদানির! তৈরি ১০ বিলিয়ন ডলারের মেগা প্ল্যান, হবে ১৫ হাজার চাকরি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পর ভারতের সাথে আমেরিকার সম্পর্কে নতুন ইতিবাচক দিক অনুভূত হচ্ছে। শুধু তাই নয়, ট্রাম্পের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় ব্যবসায়ীরাও। জানিয়ে রাখি যে, ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল আমেরিকা। এমতাবস্থায়, ট্রাম্পের জয়ের পর এই বিষয়টি আরও শক্তিশালী হবে বলে অনুমান করা হচ্ছে।

ট্রাম্পের (Donald Trump) জয়ের পর আমেরিকার দিকে নজর আদানির:

এছাড়াও, ভারতের বড় বড় শিল্পপতিরাও আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর জোর দিতে শুরু করেছেন। ঠিক এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা আদানি গ্রুপের মালিক গৌতম আদানি আমেরিকায় বিনিয়োগের বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন।

After Donald Trump won, Gautam Adani's big plan came out.

আমেরিকায় বিনিয়োগ করবেন আদানি: ভারত ও এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি আমেরিকায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছেন আদানি গ্রুপ আমেরিকার এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে বিনিয়োগ করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এতে স্থানীয় পর্যায়ে ১৫ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনার ম্যাচে দর্শকরা পরবেন না মেসির জার্সি! দেওয়া হল কড়া নির্দেশ, কেসটা কি?

১৫ হাজার জনের কর্মসংস্থান: জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ, গৌতম আদানি জানিয়েছেন যে, তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। আদানি আরও জানান যে, “ভারত ও আমেরিকার মধ্যে অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে। আদানি গ্রুপ তার বিশ্বব্যাপী দক্ষতাকে কাজে লাগাতে এবং আমেরিকার এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন: অধিকাংশজন জানেন না! iPhone-এ রয়েছে এই দুর্ধর্ষ “সিক্রেট ফিচার”! কিভাবে করবেন ব্যবহার?

ডোনাল্ড ট্রাম্পের জয়: এদিকে, গত সপ্তাহে “এক্স”-এ একটি পোস্টে গৌতম আদানি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্পকে (Donald Trump) অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলেন যে, এটা সত্যিই আকর্ষণীয় যে আমেরিকার গণতন্ত্র তাঁর জনগণকে শক্তিশালী করে তোলে এবং দেশের প্রতিষ্ঠার নীতিগুলি বজায় রাখে। আদানি গ্রুপের চেয়ারম্যান বলেছিলেন যে পৃথিবীতে যদি এমন একজন ব্যক্তি থেকে থাকেন যিনি অটল অধ্যবসায়, অটল ধৈর্য, ​​নিরলস সংকল্প এবং নিজের বিশ্বাসের প্রতি সত্য থাকার সাহসকে মূর্ত করে থাকেন, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর