চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান! পুজোর পরেই রাজ্যে প্রাইমারি টেট, শুরু হল প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্ক : বড় ধরনের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে দুর্গাপূজার পরই টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বিশেষ প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। পুজোর পর পরীক্ষা হলে কোন জেলায় কত সিট ফেলা হতে পারে সেই বিষয়ে তালিকা দিয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সূত্রের খবর, আনুমানিক হারে পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা পাঠাতে বলা হয়েছে বিভিন্ন জেলাকে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসতে পারে  পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি। ধারণা এই বৈঠকেই টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে।

টেট কমিটি সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার্থীদের থেকে আবেদন পত্র গ্রহণ পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে চলেছে। তবে এখনো পর্যন্ত এই বদল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পুজোর পর টেট পরীক্ষা হতে পারে।

Untitled design 2022 06 23T160321.646

প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরে রাজ্যে বন্ধ টেট পরীক্ষা। শেষ টেট পরীক্ষার ফল প্রকাশের পর দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকে পরীক্ষা নেওয়া। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ফের শুরু হতে চলেছে রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা। দুর্নীতি ছাড়া এই পরীক্ষায় মাধ্যমে কাজে নিয়োগ হলে যে রাজ্যেরই মঙ্গল তার বলার অপেক্ষা রাখে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর