আপনার কাছ থেকে ব্যাঙ্ক আর নিতে পারবে না চড়া সুদ! কড়া অ্যাকশন নিয়ে নির্দেশ জারি RBI-এর

বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) কিছু ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা নেওয়া ব্যয়বহুল সুদের চার্জের বিষয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে। সুদের চার্জের ক্ষেত্রে একাধিক ব্যাঙ্কের অনুচিত পদ্ধতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, RBI সোমবার তাদের সংশোধনমূলক পদক্ষেপ নিতে এবং অতিরিক্ত চার্জ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পরিধির অধীনে থাকা আর্থিক প্রতিষ্ঠানের জন্য ফেয়ার প্র্যাকটিস কোড -এর ওপর জারি করা নির্দেশিকাগুলি ঋণদাতাদের দ্বারা সুদের চার্জে নিরপেক্ষ এবং স্বচ্ছ ও ঋণ মূল্য নির্ধারণ নীতির ক্ষেত্রে পর্যাপ্ত স্বাধীনতার সমর্থন করে।

নির্দেশ অবিলম্বে কার্যকর হবে: কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যেই এই বিষয়ে একটি সার্কুলার জারি করে বলেছে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। RBI বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “৩১ মার্চ, ২০২৩ সালের শেষ সময়ের জন্য নিয়ন্ত্রিত সংস্থাগুলির নিরীক্ষণ চলাকালীন, রিজার্ভ ব্যাঙ্ক ঋণদাতাদের সুদের চার্জ করার ক্ষেত্রে কিছু অনুচিত অভ্যাস অবলম্বন করার উদাহরণ পায়।”

The bank can no longer take high interest from you.

কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণ বিতরণ, সুদের হার এবং অন্যান্য চার্জ সম্পর্কিত তাদের প্রণালীগুলি পর্যালোচনা করতে এবং প্রয়োজনে সিস্টেমিক পরিবর্তন করার জন্য সমস্ত ইউনিটকে নির্দেশ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণদাতাদের তদন্তে দেখা গেছে যে অনেক জায়গায়, গ্রাহকের কাছে প্রকৃত অর্থ বিতরণের তারিখের পরিবর্তে ঋণ অনুমোদনের তারিখ বা ঋণ চুক্তি সম্পাদনের তারিখ থেকে সুদ নেওয়া হচ্ছে। এমনও কিছু ক্ষেত্র ছিল, যেখানে চেকের তারিখ থেকে সুদ নেওয়া হয়েছিল। কিন্তু চেকটি গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছিল বেশ কয়েক দিন পরে।

আরও পড়ুন: ম্যাচের পর ওড়িশার ফুটবলাররা মারতে গিয়েছিলেন মোহনবাগান অধিনায়ককে! উঠল বিস্ফোরক অভিযোগ

কোনো কোনো ব্যাঙ্ক এইভাবে সমস্যা করছে: RBI জানিয়েছে যে, মাসিক ঋণ বিতরণ বা পরিশোধের ক্ষেত্রে, কিছু প্রতিষ্ঠান বকেয়া সময়ের পরিবর্তে পুরো মাসের জন্য সুদ নিচ্ছে। কিছু ক্ষেত্রে, ব্যাঙ্কগুলি এক বা একাধিক কিস্তি অগ্রিম জমা রাখছিল। কিন্তু সুদ পুনরুদ্ধারের জন্য পুরো ঋণের পরিমাণ গণনা করছে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য এটাই হবে ভারতীয় দল? স্যামসন-সূর্য সহ রয়েছেন এই ১৫ জন খেলোয়াড়

এমতাবস্থায়, RBI বলেছে, এই ধরণের অনুচিত অভ্যাস এবং সুদ চার্জের এহেন কার্যকলাপ গ্রাহকদের সাথে আচরণ করার সময় নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই, এই বিষয়টিকে গুরুতর উদ্বেগের বিষয় বলে অভিহিত করে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, “নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে গ্রাহকদের অতিরিক্ত সুদ এবং অন্যান্য চার্জ ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর