বাংলা হান্ট ডেস্ক: ইফতার পার্টির খাবার খেয়েই বড়সড় বিপত্তি ঘটল দক্ষিণ ২৪ পরগনায়। জানা গিয়েছে যে, গত শনিবার সন্ধ্যায় নরেন্দ্রপুরের উখিলায় স্থানীয় একটি মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হয়েছিলেন স্থানীয়রা। কিন্তু, তারপররে ভোর নাগাদ অনেকেরই পেটে ব্যথা এবং বমি শুরু হয় যায়। প্রায় দু’শো জন অসুস্থ হয়ে পড়েন এভাবেই।
এমনকি, অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। স্বাভাবিকভাবেই ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই প্রসঙ্গে বারুইপুরের ACMOH জানিয়েছেন যে, মূলত, এখানে একটি “ফুড পয়জনিং”-এর ঘটনা ঘটেছে। গতকাল ৮৬ জনের চিকিৎসা হলেও আজ ফের ৫৬ জনের চিকিৎসা হয়েছে। বমি, পেট ব্যথা এবং জ্বরের উপসর্গ নিয়েই এখানে আসছেন মানুষেরা।
এদিকে, অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে, পরিস্থিতি সামাল দিতে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ইতিমধ্যেই অস্থায়ী স্বাস্থ্যশিবিরও খোলা হয়েছে। সেখানেই ওইসব মানুষজনকে প্রাথমিক ভাবে পরীক্ষা করছেন চিকিৎসকেরা। তবে, যাদের অসুস্থতা বেশি থাকছে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাঙ্গুর, কেপিসি, সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে।
এই প্রসঙ্গে সাবির গায়েন নামে এক যুবক জানিয়েছেন যে, “সেদিন সন্ধ্যায় কিছু না হলেও ভোরের দিক থেকে অনেকেরই শরীর খারাপ শুরু হয়ে যায়। তার সাথে চলতে থাকে পেটে ব্যথা ও বমি।”
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা