বাংলাহান্ট ডেস্ক : চোখের অস্ত্রোপচারের জন্য বর্তমানে আমেরিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। ফলে এবার তাঁর দ্রুত আরোগ্য কামনায় মন্দিরে পুজো দিলেন তৃণমূলের ছাত্র সংগঠন।
জানা গিয়েছে, শনিবার মালদার চাঁচল ১ নম্বর ব্লক ও চাঁচল কলেজ তৃণমূল ছাত্র সংগঠনের তরফে এক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সংগঠনটি অভিষেকের মঙ্গল কামনায় চাঁচল রাজবাড়ির চন্ডী মণ্ডপে পুজো দেয়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার, ছাত্র নেতা এবি সোহেল, সিদ্ধার্থ ভট্টাচার্য ও অঙ্কুর দাস, আদিল হোসেন সহ ছাত্র সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তাঁর বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয় ৷ এর জন্য তিনি আমেরিকা রয়েছেন। যেখানে জনস হপকিন্স হাসপাতালে তার চোখের অপারেশন করা হয়। জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক। যেখানে চিকিৎসকরা তাদের ওপর নজর রাখছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
শনিবার তাঁর অপারেশনের সাফল্যের কথা দল জানিয়েছে। শোনা যাচ্ছে কালী পুজোর আগেই কলকাতায় ফিরতে পারেন তিনি। তবে চিকিৎসকরা তাকে কয়েকদিন চোখের বিশেষ যত্ন নিতে বলেছেন। ২০১৬-র অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় সভা সেরে কলকাতায় ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাস্তার ধারের একটি দুধের ভ্যানে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল তৃণমূল সাংসদের গাড়ি। দুর্ঘটনায় বাঁ চোখের নীচে তৃণমূল সাংসদের অরবিটাল হাড় ভেঙে যায়।