আজ রবিবার, একনজরে জেনেনিন সোনা, রুপো, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) মানুষের মনের সাথে সাথে ব্যবসায়িক দিকেও থাবা বসিয়েছে। করোনা আতঙ্কে যেমন মানুষ আতঙ্কিত হয়েছে, তেমনই ক্ষতির মুখে ব্যবসাও। ভারত (India) সরকার করোনা আতঙ্কের জন্য দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে বৈদেশিক যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রেখেছেন। যার একটা বড়ো প্রভাব পড়েছে অর্থনীতির উপর।

Gold Ornaments 3
সোনা, রূপো, পেট্রোল, ডিজেলের দামের ওঠানামা আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে যদি কমে যায় তাহলে দাম কমতে শুরু করে।আর যদি চাহিদা বেড়ে যায় তাহলে দাম বেড়ে যায়। এই কারণেই এই জিনিসের দাম লাগাতার ওঠানামা করে। একদিন পরই পরই দামের হেরফের হয়। তবে আজ কিন্তু অনেকটাই বেড়েছে সোনা, রূপোর দাম। একই রয়েছে পেট্রল (Petrol), ডিজেল (Diesel) ও রান্নার গ্যাসের (gas) দাম।

1488485585 946

বিশ্ববাজারে ব্যবসার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু চীনের এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁদের ব্যবসায়িক বাজার প্রবল ক্ষতির সম্মুখীন। চীনের সাথে বৈদেশিক বাণিজ্য না করতে পারায় ভারতে জিনিসের দাম কমলেও, সোনা রূপোর দাম কিন্তু বৃদ্ধি পেয়ছে। আজ সামান্য হলেও বেড়েছে সোনা, রূপোর দাম।

Fuel petrol diesel

সোনার দাম গতকাল ১০ গ্রাম দাম ৪০১৫০ টাকা ছিল, তবে তা আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০৬০০ টাকা। আবার ১ গ্রাম সোনার গতকালের মূল্য ছিল ৪০১৫ টাকা, সেটা আজ বেড়ে হয়েছে ৪০৬০ টাকা।

অপরদিকে গতকাল ১০ গ্রাম রূপোর দাম ছিল ৪০৫ টাকা, আর আজ বেড়ে হয়েছে ৪০৫.৫০ টাকা। এবং ১ গ্রাম রূপোর গতকালের মূল্য ছিল ৪০.৫০ টাকা এবং আজ হয়েছে ৪০.৫৫ টাকা। ফলে আতঙ্কের মাঝেও কিছুটা হলে আশার আলো দেখতে পাচ্ছেন সোনা রূপো ব্যবসায়ীরা।

ওপরদিকে আজকে রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.২৯ টাকা। এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৪.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৩৯.৫০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর