বাংলা হান্ট ডেস্ক : অক্টোবর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশের পর থেকে সরকার গঠন নিয়ে ব্যাপক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। কারণ বিজেপি শিবসেনা কংগ্রেস এনসিপি বা অন্যান্য কোনও দল কেউই সংখ্যাগরিষ্ঠতা সম্পূর্ণ করতে পারেনি তাই সরকার গঠন করতে হলে বা ম্যাজিক ফিগার সম্পূর্ণ করতে হলে একটি দলকে অপর দলের সাহায্য নিতেই হত।
কিন্তু বিজেপি ও শিবসেনার সরকার গঠনের কথা থাকলেও এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পর সেই সম্ভাবনায় যবনিকা পতন হয়েছে। তার পরই মহারাষ্ট্রে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন কিন্তু শনিবার হট করে দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর যাবতীয় নাটকের পতন হয়েছে। কিন্তু দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শনিবার বিকেলেই শিবসেনা এনসিপি ও কংগ্রেস সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আর সেই মামলার শুনানি রবিবার।
মহারাষ্ট্রে সরকার গঠন করবে কে? এই নিয়ে এখনও অবধি জল পড়ার অবসর হয়নি যদিও দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বিজেপি সরকার গঠন করতে চলেছে এমনটা এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছিল কিন্তু মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়ার শীঘ্র তদন্তের আবেদন জানিয়েছে এনসিপি শিবসেনা ও কংগ্রেস। তবে বিজেপিকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে একেবারে প্রস্তুত ওই তিন দল এমনটাই জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং।
তাই আইন ও সংবিধানের মর্যাদা বাজারের মাধ্যমে বিজেপি জবাব পাবে এমনটাই জানিয়েছেন তিনি। শুক্রবার রাত অবধি যে সরকার গঠনের জন্য শিবসেনা কংগ্রেস এবং এনসিপি র বৈঠক হয়েছিল কিন্তু তার পর হঠাত্ ভোলবদল হয়ে যায় তা কিন্তু ঘুণাক্ষরেও টের পাইনি রাজ্যের কেউই তাই মহারাষ্ট্রের এই নাটকীয় মোড়ের পিছনে অমিত শাহের মস্তিষ্ক যে কাজ করছে তা এক প্রকার বোঝাই গেছে তবে ফল কোন দিকে যাবে তার জন্য অপেক্ষা আর মাত্র এক ঘণ্টা। মহারাষ্ট্রে সরকার গঠন করবে কে? জল্পনার অবসান হবে শীঘ্রই।