বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ২৫ বছর, ২০৫০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে চলেছে ভারত (India)। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ইন্দোনেশিয়াকে টপকে ২০৫০ সালের মধ্যে ভারত (India) হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ।
ভারতে (India) মুসলিম জনসংখ্যা বৃদ্ধি
পাশাপাশি এই গবেষণায় দাবি করা হয়েছে, ভারতে মুসলিম (Muslim) জনসংখ্যার (Population) পাশাপাশি আগামী ২৫ বছরে বৃদ্ধি পাবে হিন্দু জনসংখ্যাও। গোটা বিশ্বে অনুসারীর সংখ্যার নিরিখে বৃহত্তম দুই ধর্ম খ্রিস্টান ও ইসলাম। ইউরোপ, আমেরিকায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু।
আরও পড়ুন : মহাসমারোহে সম্পন্ন হল “BRANDS OF BENGAL”, বাংলার সফল সংস্থাগুলিকে বিশেষ সম্মান TV9 বাংলার
আবার এশিয়ার দেশগুলিতে ও আফ্রিকায় প্রাধান্য দেখা যায় ইসলামের। ভারতের বিপুল জনসংখ্যার নিরিখে এদেশে সংখ্যাগুরু হিন্দুরা। প্রতিবেশী নেপালেও সনাতনী হিন্দুদের জনসংখ্যা সবথেকে বেশি। পিউ রিসার্চ সেন্টারের একটি রিপোর্টে বলা হয়েছে, ধর্মীয় জনঘনত্ব প্রায়ই বদল হচ্ছে সারা পৃথিবী জুড়েই।
আরও পড়ুন : নজরে মমতার ভবানীপুর? এবার BJP নেতাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু! দিয়ে দিলেন বিরাট নির্দেশ
জন্মহার ও নয়া প্রজন্মের নিরিখে বড় পরিবর্তন আসতে চলেছে ২০৫০ সালের মধ্যে। ধারণা করা হচ্ছে, বিশ্বে ২০৫০ সালের মধ্যে ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় সমান সমান হতে চলেছে। বর্তমানের চেয়ে ইউরোপে আগামী ২৫ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে ১০%। আবার আমেরিকা ও ফ্রান্সে ২০৫০ সালের মধ্যে এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে যারা কোনও রকম ধর্ম পালন থেকে বিরত থাকবেন। যারফলে কমবে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা।
এই দুই দেশে আগামী আড়াই দশকে বৃদ্ধি পাবে অ-খ্রিস্টানদের সংখ্যা। ইহুদি ধর্মাবলম্বীরা আর থাকবেন না দ্বিতীয় স্থানে। পাশাপাশি, ভারতে ২০৫০ সালের মধ্যে ব্যাপকভাবে বাড়বে মুসলিম ধর্মাবলম্বীরা সংখ্যা। গবেষণার রিপোর্ট বলছে, আগামী ২৫ বছরের মধ্যে ভারতই হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। তবে এই সময়কালে অপরিবর্তিত থাকবে বৌদ্ধ জনসংখ্যা। বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে না আগামী ২৫ বছরে।