গদর-২ সফল হতেই পাল্টি! আগামী লোকসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য সানির, মাথায় হাত বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : ‘গদর ২’র (Gadar 2) নজরকাড়া সাফল্যের পর থেকেই মিডিয়ার ক্যামেরা রয়েছে সানি দেওলের (Sunny Deol) উপর। মুক্তির দ্বিতীয় সপ্তাহতেও অব্যাহত রয়েছে ‘গদর ২’র বিজয় রথ‌। ৬৫ বছরের সানির ঢাই কিলোর হাত যে আজও দর্শককে হলমুখী করতে সফল তা জ্বলজ্যান্ত প্রমাণ গদর ২! এসবের মাঝেই নিজের রাজনৈতিক কেরিয়ার (Political Career) নিয়েও বড় বয়ান দিলেন অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় রবিবার ছবির কালেকশন ছিল ৪১ কোটি টাকার মত। আর সোমবারেও সানির বিজয়পথের চাকা এগোলো গড়গড়িয়ে। বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গত সোমবার অর্থাৎ ২১ অগস্ট দেশজুড়ে প্রায় ১৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। যা নিঃসন্দেহে অভাবনীয়। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, মঙ্গলবারের মধ্যেই ৪০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে ছবিটি।

এই সাফল্যের আবহেই সানিকে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। কারণ ২০২৪-র লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। এমতাবস্থায় তিনিও কি প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের নাম নমিনেশনে পাঠাচ্ছেন? পর্দার তারা সিং জবাবে সাফ জানিয়ে দিলেন, ‘আমি এখন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না।’

আরও পড়ুন : শুটিং প্রায় শেষের দিকে! কবে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজন ৩’? প্রকাশ্যে এল দিনক্ষণ

এই প্রসঙ্গে সানির আরও সংযোজন, ‘অভিনেতা থাকাটাই আমার পছন্দ। আমি মনে করি একজন অভিনেতা হিসেবে দেশের সেবা করা উচিত, যা আমি করে যাচ্ছি। আমি এখন কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। শুধু তাই নয়, অভিনেতা আরও বলেন, ‘অভিনয়ের জগতে আমার মন যা চায় তাই করতে পারি। কিন্তু রাজনীতিতে যদি কিছু করি এবং তা পূরণ করতে না পারি তবে এটা সহ্য করতে পারি না। আমি ঐটা করতে পারব না’

আরও পড়ুন : লম্ফঝম্ফই সার, বক্স অফিস কালেকশনে দেবকে গুনে গুনে ১০ গোল আবিরের! মোট আয় হল কত?

gadar 2 review 04

প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ হিসাবে সানি দেওলের লোকসভায় উপস্থিতি মাত্র ১৯ শতাংশ, এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সানি দেওল বলেছেন, ‘যখন আমি সংসদে যাই, দেখি যে লোকেরা এখানে বসে আছে। সব দলের নেতারা বসে আছেন। কিন্তু তারা এগুলো কীরকম ব্যবহার করছে? এদিকে আমরা অন্য লোকেদেরকে এইরকম আচরণ না করতে বলি। এটা দেখলে মনে হয় আমি এমন নই। আমার অন্য কোথাও যাওয়াই ভালো।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর