বাংলা হান্ট ডেস্ক: এবার দেশের (India) অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের জন্য ফের একটি সুখবর সামনে এসেছে। মূলত, এবার GST (Goods and Services Tax)-র মাধ্যমে সরকারের কোষাগার ভালোভাবে পূরণ হয়েছে। ইতিমধ্যেই GST সংগ্রহের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, গত মে মাসেই GST সংগ্রহের পরিমাণ বেড়েছে ১২ শতাংশ।
চলতি বছরের মে মাসের GST সংগ্রহের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফে। এমনিতেই দেশে GDP-র বিষয়ে সুখবর সামনে এসেছিল। জানানো হয়েছে, গত অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে ৭.২ শতাংশ। এমতাবস্থায়, GST-র এই পরিসংখ্যান ২৪ ঘণ্টায় সরকারকে জোড়া সুখবর এনে দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৩ সালের মে মাসে, সরকার GST-র মাধ্যমে ১,৫৭,০৯০ লক্ষ কোটি টাকা আয় করেছে। এদিকে, আমরা যদি এক বছর আগের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে ২০২২ সালের মে মাসে GST সংগ্রহের পরিমাণ ছিল ১,৪০,৮৮৫ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, GST সংগ্রহের ক্ষেত্রে বছরে ১২ শতাংশের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রক এই তথ্য জানিয়েছে।
পাশাপাশি, মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে যে, মে মাসে সংগ্রহ করা মোট ১,৫৭,০৯০ কোটি টাকার GST-র মধ্যে কেন্দ্রীয় GST হল ২৮,৪১১ কোটি টাকা, রাজ্যের GST-র পরিমাণ হল ৩৫,৮২৮ কোটি টাকা ও ইন্টিগ্রেটেড GST হল ৮১,৩৬৩ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৪১,৭৭২ কোটি টাকা সহ) এবং সেস ১১,৪৮৯ কোটি টাকা (আমদানিতে সংগৃহীত ১,০৫৭ কোটি টাকা সহ)।
মন্ত্রক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, “২০২৩ সালের মে মাসে সংগৃহীত রাজস্ব গত বছরের একই মাসে GST সংগ্রহের চেয়ে ১২ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে, পণ্য আমদানিতে রাজস্ব গত বছরের একই মাসের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে এবং অভ্যন্তরীণ লেনদেনে রাজস্ব (পরিষেবা আমদানি সহ) ১১ শতাংশ বেশি হয়েছে।” তবে, এর আগে ২০২৩-এর এপ্রিল মাসে GST সংগ্রহের পরিমাণ রেকর্ড তৈরি করে ১.৮৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছিল।