এক ডাকেই সাড়া! বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তরবঙ্গে আলো জ্বালালেন অভিষেক ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই সাথে উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে কালবৈশাখীর দাপট। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেখানকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু এলাকায় কালবৈশাখীর কারণে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাড়িতে লোডশেডিং হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকাবাসী।

এমন অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ত্রাতা হয়ে দেখা দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ (Members of Parliament) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। “এক ডাকে অভিষেক” এর মাধ্যমে তিনি বিদ্যুৎহীন এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বিদ্যুৎ। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা। বাড়িতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছিলেন না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

এরপর তারা যোগাযোগ করেন “এক ডাকে অভিষেক”-এ। অভিযোগ পেয়ে দ্রুততার সাথে পদক্ষেপ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক নিজেই সে কথা লিখেছেন টুইটারে। অভিষেক লেখেন, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে সেই সব এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হন।

21abhishek

এরপর তাদের বাড়ি সদস্যরা যোগাযোগ করেন “এক ডাকে অভিষেক” – এর হেল্পলাইন নম্বরে।উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত যোগাযোগ করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ রায়ের সাথে। বর্তমানে উত্তরবঙ্গ জুড়ে কাজ করছেন আড়াইশোর বেশি বিদ্যুৎ কর্মী। অভিষেক লেখেন আগামী ছয় থেকে আট ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। এর সাথে অভিষেক লেখেন জনগণকে সাহায্য করতে পেরে তিনি আনন্দিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর