বাংলা হান্ট ডেস্কঃ এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ছুঁলেই আগুন আলু থেকে শুরু করে পেয়াঁজের মতো রোজকার প্রয়োজনীয় আনাজপাতি। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে আকাশছোঁয়া আলুর দাম। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তাঁর ধমক খাওয়ার পরেই এবার তড়িঘড়ি অ্যাকশন নিতে বাজারে নেমে পড়েছে টাস্ক ফোর্সের কর্তারা।
ওষুধের মত কাজ দিল মমতার (Mamata Banerjee) ধমক!
কলকাতা সহ জেলার বিভিন্ন বাজারে দেখা গেল টাস্ক ফোর্সের সরকারি আধিকারিকদের অভিযান। বিক্রেতারা আলু সহ অন্যান্য সবজির দাম কমার দাবি করলেও ক্রেতাদের একাংশের মুখে শোনা গেল উল্টো সুর। রাজ্যজুড়ে আলুর দাম বৃদ্ধি নিয়ে সম্প্রতি ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তারপরেই পরেই দেখা গেল টাস্ক ফোর্সের তৎপরতা। তড়িঘড়ি কলকাতা থেকে জেলায় জেলায় আলু সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে খতিয়ে দেখতে বাজারে বাজারে ঘুরলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা।
বাজারে জ্যোতি আলু থেকে চন্দ্রমুখী আলু কিনতে গেলেই হাত পোড়ার জোগাড় ক্রেতাদের। সবটাই এদিন নিজের চোখে পরখ করে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। বৃহস্পতিবার আলুর দাম বৃদ্ধি ও অন্যান্য রাজ্যে রপ্তানি নিয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)।
ভরা সভার মাঝেই ক্ষোভে ফেটে পড়েন মমতা। একসাথে দুই মন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেছিলেন, ‘প্রদীপ দা আপনি আর বেচা তো আলু ছেড়ে দিলেন। আমায় জিজ্ঞাসা না করে কেন ছাড়লেন? এখানকার মানুষ বেশি দামে আলু কিনবে আর আপনারা ইচ্ছা মতো ছেড়ে দেবেন?’ মুখ্যমন্ত্রীর তিরস্কারের পর ২৪ ঘন্টা যেতে না যেতেই কলকাতা পৌরসভার আধিকারিকদের নিয়ে মানিকতলা বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স।
আরও পড়ুন: এত লস! শোচনীয় পুরসভার কোষাগার! শহরের তিনটি ইউনিটে এক ধাক্কায় কমল সম্পত্তিকর আদায়
বাজার ঘুরে অভিযান চালানোর পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন বলেন, ‘বাজারের ভিতরে দেখছি বাইরের থেকে একটু বেশি দাম। বিষয়টা কেন তা দেখা হচ্ছে।’ শুক্রবার, মানিকতলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ২৬ থেকে ২৯ টাকা দরে। আর চন্দ্রমুখী আলুর দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা প্রতি কেজি। পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। টাস্ক ফোর্সের অভিযান প্রসঙ্গে মানিকতলা বাজারের এক ক্রেতা বলেন, ‘নজরদারি মাঝেমাঝে না হয়ে প্রায়ই হলে দাম একটু কমে।’
প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর ধমক শোনার পরেই কেন এত তৎপরতা? ক্রেতাদের দাবি মাঝে মধ্যে এমন অভিযান চললে বাজারের শাকসবজির দামও নিয়ন্ত্রণ থাকে। এদিন মানিকতলা বাজারের পাশাপাশি টাস্ক ফোর্সের একই রকম নজরদারি দেখা যায় হাওড়াতেও। পুলিশকে সঙ্গে নিয়েই হাওড়ার শিবপুর আর কদমতলা বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্সের একটি দল। উত্তর চব্বিশ পরগনাতেও চোখে পড়েছে একই রকম তৎপরতা। কাছারি বাজার, হেলাবটতলা বাজার, হৃদয়পুর বাজার, এবং হরিতলা বাজার বারাসাতে মোট চারটি বাজারে অভিযান চালিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।