পুলওয়ামার পর ওড়িশা ট্রেন দুর্ঘটনায় পিতামাতা হারানো শিশুদের শিক্ষার দায়িত্ব নিলেন মানবিক সেওবাগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরশুই ওড়িশার বুকে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা! করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের (Odisha Train Accident) কারণে সংগঠিত মৃত্যুমিছিল মন ভেঙে দিয়েছে গোটা দেশের। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। কেউ হারিয়েচে নিজের বাবা-কে, কেউ বা নিজের মা-কে। কারও বাবা-মা ভাগ্যের জোরে প্রাণরক্ষা পেলেও গুরুতর চোট পেয়েছেন। আর সেই বিষয়ে ভাবনা চিন্তা করেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর (Ramakrishna Mission Barrackpore)। এবার একই পথে হাঁটলেন কিংবদন্তে ভারতীয় ওপেনের বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

আজ দুপুরেই জানা গিয়েছিল যে ওড়িশায় রেল দুর্ঘটনার জেরে যে শিশুরা অনাথ হয়ে গিয়েছে বা যে শিশুদের অভিভাবকরা আহত হয়েছেন ও কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তরফ থেকে। এই প্রতিষ্ঠানের প্রধান সচিব স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ এই তথ্য জানিয়েছিলেন।

এবার এর পাশাপাশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগ আজ এই জাতীয় একটি ঘোষণা করেছেন। জানা গিয়েছে যে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় তাদের বাবা-মাকে হারিয়েছে এমন শিশুদের গুরুগ্রামের সেওবাগ ইন্টারন্যাশনাল স্কুলে বোর্ডিং সুবিধা সহ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।

সেওবাগ টুইট করে জানিয়েছেন, “দুঃখের এই মুহুর্তে, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের সন্তানদের শিক্ষার যত্ন নেওয়ার জন্য আমি যা করতে পারি করবো। আমি সেওবাগ ইন্টারন্যাশনাল স্কুলের বোর্ডিং সুবিধায় এই ধরনের শিশুদের যারা এই ব্যাপারে আগ্রহী তাদের বিনামূল্যে শিক্ষা প্রদান করতে পারবো।”

sehwag pc

এর আগে পুলওয়ামা হত্যাকাণ্ডের ফলে যে সমস্ত শহীদের পরিবারের নিজেদের ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক ব্যভার বহন করার উপায় হারাতে হয়েছিল তাদেরও দায়িত্ব নিয়েছিলেন সেওবাগ। এবার ওড়িশা ট্রেন দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি ও একই রকম মানবিক উদ্যোগ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করিয়েছেন তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর