বাংলাহান্ট ডেস্ক: কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন লক্ষীরতন শুক্লা। লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লার করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। অবশেষে 14 দিন পর তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আশায় তিনি এই মুহূর্তে সুস্থ। করোনা যুদ্ধ জয় করেছেন স্মিতা সান্যাল শুক্লা।
গত 10 ই জুলাই লক্ষ্মীরতন শুক্লার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন বাংলার প্রাপ্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। 24 শে জুলাই ফের করোনা পরীক্ষা করান স্মিতা সান্যাল শুক্লা। এবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই কথাও জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা নিজেই।
লক্ষ্মীরতনের স্ত্রী করোনা থেকে সুস্থ হলেও এখনই করোনা ভাইরাস তার পরিবারের পিছু ছাড়ছে না। স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর লক্ষ্মী তার বড় ছেলের করোনা পরীক্ষা করিয়েছিলেন এবার তার ছেলের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ স্ত্রীর সুস্থ হওয়ার পরে লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এর ফলে এখনও পরিবারের সকলকে নিয়ে হোম কোয়ারেন্টিনেই রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।