বাংলা হান্ট ডেস্কঃ স্বামীর কিডনি বিক্রি করার টাকা নিয়ে চম্পট দিয়েছেন স্ত্রী। অভিযোগ জানিয়ে হাওড়ার সাঁকরাইল থানায় মামলা করেছেন পিন্টু বেইজ নামে এক ব্যক্তি। অভিযোগ এই ঘটনায় এখন পুলিশ তাকেই হুমকি দিচ্ছে। তাই পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে এবার আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে এই মামলার শুনানি ছিল। আদালতের তরফে এই মামলায় রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
কিডনি বেচার টাকা নিয়ে পালিয়েছে স্ত্রী, হাইকোর্টে (Calcutta High Court) স্বামী
হাওড়ার সাঁকরাইলের ধুলোগড়ে ব্যানার্জি পোলে থাকেন পিন্টু বেইজ নামের ওই ব্যক্তি। একটি কারখানায় কাজ করেন তিনি। একসময় প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। অল্প আয়েই সংসার চলতো তাদের। তবে, সংসারের অভাব দূর করতে একদিন তাকে তার স্ত্রী কিডনি বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন। তিনিও স্ত্রীর কথামতো কিডনি বিক্রি করে ১০ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন স্ত্রীর হাতে। এরপরেই বাজারে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা।
আরও পড়ুন: ‘সব কিছুর একটা সীমা আছে’! ভরা এজলাসে তুমুল বিরক্ত প্রধান বিচারপতি, কোন মামলায়?
অভিযোগ স্বামীর কিডনি বিক্রির টাকা হাতে পেয়েই তাকে প্রতারিত করে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে স্ত্রী। এই ঘটনার পর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছিলেন পিন্টু। কিন্তু অভিযোগ করার পর পুলিশ নাকি তাকেই উল্টে হুমকি দিচ্ছে। অবশেষে এই মামলার জল গড়িয়েছে হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত।
আদালতে (Calcutta High Court) দাঁড়িয়ে আবেদনকারী এদিন বলেছেন, ‘আমার কিডনি বেচার টাকায় স্ত্রী পালিয়েছে। সোনা-গয়না সব নিয়ে গিয়েছে। পুলিশ এখন আমাকেই গ্রেফতার করতে চাইছে। পুলিশ এফআইআর করেছে। রোজ আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে।’ আবেদনকারীর বক্তব্য শোনার পর এদিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, ‘এটা আপনার পার্সোনাল ইস্যু আদালত কি করবে? পুলিশ তো তদন্তের জন্য রোজ যাবেই।’ এরপর পাল্টা আবেদনকারীর তরফে বলা হয় এ ব্যাপারে রাজ্য যেন রিপোর্ট দেয়। তারপরেই এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে আগামী এপ্রিল মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।