হুন্ডাইয়ের পর ভারত নিয়ে বিতর্কিত পোস্ট KFC-র, বয়কটের ডাক উঠতেই চাইল ক্ষমা

বাংলা হান্ট ডেস্কঃ হুন্ডাইয়ের পর ফুড চেইন KFC-র পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি একই ভুলের পুনরাবৃত্তি করে কোটি কোটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছে। ৫ ফেব্রুয়ারি, হুন্ডাই-র পাকিস্তান টুইটার হ্যান্ডেল থেকে কাশ্মীর সম্পর্কে করা একটি পোস্ট দেখার পর সোশ্যাল মিডিয়ায় সংস্থাটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। ৫ ফেব্রুয়ারি কেএফসি এবং পিৎজা হাটও ঠিক এমন একটি ভুল করে যার জেরে ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর কেএফসি ক্ষমা চেয়ে নেয়।

কাশ্মীর নিয়ে বিতর্কিত একটি টুইট KFC-র পাকিস্তান টুইটার হ্যান্ডেল থেকেও করা হয়েছে। এ নিয়ে ভারতীয়দের মনে ক্ষোভ জন্মায়। অনেক টুইটার ব্যবহারকারী এই বিষয়ে #BoycottKFC হ্যাশট্যাগের সাথে তাদের বিরক্তি প্রকাশ করছেন। এরপর কেএফসি ইন্ডিয়াকে টুইটারের মাধ্যমে ক্ষমা চাইতে হয়েছে। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে KFC-র একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন হয় এবং “কাশ্মীর কাশ্মীরীদের জন্য” পোস্ট করা হয়। একইভাবে, ‘PizzahatPack’-এর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, “আমরা আপনার সাথে আছি। কাশ্মীর সংহতি দিবস।”

বলে দিই যে, ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে পালিত কাশ্মীর সংহতি দিবসে কিছু বৈশ্বিক সংস্থার নাক গলানোর কারণে একটি বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানি হুন্ডাইয়ের পর ফুড চেইন KFC-র পাকিস্তান ফ্র্যাঞ্চাইজিও কাশ্মীরের আলাদা পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

KFC-র সেই বিতর্কিত টুইট নিয়ে ভারতের মানুষ খুবই ক্ষুব্ধ। এরপরই সোশ্যাল মিডিয়ায় কেএফসি বয়কটের আওয়াজ উঠতে শুরু করে। চারিদিকে বয়কটের আওয়াজ ওঠার পর ভারত ভিত্তিক কেএফসি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ক্ষমা চাওয়া হয়। পাশাপাশি, পিৎজা হাটও একটি বিবৃতি জারি করেছে। তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকেও কাশ্মীর নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করা হয়। এরপর ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়ে। অবশেষে পিৎজা হাট ক্ষমা চেয়ে বিবৃতি জারি করে ক্ষমা চায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর