বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে ভারত-মলদ্বীপ সর্ম্পক (India-Maldives Relations) যথেষ্ট প্রভাবিত হয়েছে। পাশাপাশি, মলদ্বীপের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। তবে এবার, ভারতের সাথে সম্পর্ক প্রভাবিত করার পর আরও একটি দেশের সাথে রীতিমতো শত্রুতা বাড়িয়েছে এই দ্বীপরাষ্ট্র। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) এবার ইজরায়েলি নাগরিকদের তাঁর দেশে প্রবেশ নিষিদ্ধ করেছেন।
জানা গিয়েছে যে, গাজাকে ঘিরে মলদ্বীপের ক্ষোভ রয়েছে। এমতাবস্থায়, সেখানে চলমান বিক্ষোভের জেরেই ইজরায়েলের নাগরিকদের মালদ্বীপে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পথে হেঁটেছেন প্রেসিডেন্ট মুইজ্জু। এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আল ইহসান। তিনি জানিয়েছেন, ইজরায়েলি পাসপোর্ট থেকে মলদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
পাশাপাশি, সামগ্রিক বিষয়টির জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও স্বাভাবিকভাবেই, মলদ্বীপের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা এবং সমালোচনা করেছেন ইজরায়েলিরা। ইতিমধ্যেই ইজরায়েলের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওরেন মারমারস্টেইন এই প্রসঙ্গে জানিয়েছেন, “ইজরায়েলের নাগরিকদের মলদ্বীপ যাওয়া থেকে বিরত থাকা উচিত এবং যাঁরা এখন এই মুহুর্তে ওই দেশে আছেন তাঁদেরও ফিরে আসা উচিত।”
আরও পড়ুন: ভারতে তৃতীয়বারের জন্য আসছে মোদী সরকার! এক্সিট পোলের ফলাফল সামনে আসতেই মুখ খুলল চিন
তবে, এই আবহে ভারত নিয়েও শুরু হয়েছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলি নাগরিকরা ভারতীয় সমুদ্র সৈকতের ছবিও শেয়ার করছেন। যেটি ভারতীয় পর্যটনের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ইজরায়েল ওয়ার রুম অন এক্স নামের একটি পেজ জানিয়েছে যে, মলদ্বীপের চেয়ে ভারতের লাক্ষাদ্বীপ অনেক বেশি সুন্দর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক একইভাবে লাক্ষাদ্বীপকে উপস্থাপিত করেছিলেন সমগ্র বিশ্বের সামনে। এদিকে, লাক্ষাদ্বীপের এইভাবে প্রচারকে নিজেদের পর্যটনের হুমকি হিসেবে দেখেছিল মলদ্বীপ। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন: এবার থেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী নয় হায়দ্রাবাদ! সরকারি সম্পত্তি দখলের নির্দেশ তেলেঙ্গানা সরকারের
এদিকে, ইজরায়েলিরা যে শুধু লাক্ষাদ্বীপের ছবিই নেটমাধ্যমে শেয়ার করছেন এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি তাঁরা ভারতের আরও কিছু সমুদ্র সৈকতের ছবিও শেয়ার করছেন। যেগুলির মধ্যে রয়েছে কর্ণাটকের উডুপি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ের পরিপ্রেক্ষিতে একজন ইজরায়েলি নাগরিক লিখেছেন যে, “মলদ্বীপ সন্ত্রাসবাদীদের সমর্থন করে এবং তারা ইজরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করেছে। যা মোটেই অবাক হওয়ার মত কিছু নয়।”