IPL শেষ হলেই অবসর পথে এই তিন তারকা! বড়সড় ভাঙন টিম ইন্ডিয়ায়

বাংলা হান্ট ডেস্ক : একদিকে লোকসভা নির্বাচন অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার (Indian Premier League) লিগের ব্যস্ততা। দু’য়ে মিলিয়ে দেশের হাওয়া এখন বেশ গরম। বিশেষ করে আসন্ন IPL নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কারণ আসন্ন IPL-এ কেবল ব্যাট আর বলের ক্যারিশ্মাই নয়, ভক্তরা অপেক্ষা করছেন আরও নানা চমকের জন্য।

রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং থেকে শুরু করে ঋষভ পন্থের কামব্যাক তো রয়েইছে, একই সাথে হার্দিক পান্ডিয়াকে নিয়েও কম বিতর্ক হচ্ছেনা। আর এসবের মাঝেই খবর, একযোগে অবসর নিতে পারেন তিন তিন জন অভিজ্ঞ ক্রিকেটার। সূত্রের খবর, যোগ্যতা থাকা সত্ত্বেও মাঠে নামার সুযোগ না মেলার কারণেই ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তিন তারকা।

তালিকার প্রথমেই যে নামটি রয়েছে তার বিধ্বংসী ব্যাটিং-র সাথে আমরা সকলেই পরিচিত। তিনি মাঠে নামলেই গ্যালারির প্রতিটি কোন থেকে শোনা যায় তার নামের জয়ধ্বনি। তিনি হলেন শিখর ধাওয়ান। ক্রিকেট বিশ্বের খবর, ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য পারফরম্যান্স থাকলেও তার পক্ষে জাতীয় দলে ফেরা খুব একটা সহজ হবেনা বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন : অমিতাভকে নিয়ে চরম দুঃসংবাদ! চোখে জল ভক্তদের

তাকে শেষবারের মত দেখা গেছিল সাল ২০২২ এ, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর পুরো দু’টো বছর পেরিয়ে গেলেও ভারতের জাতীয় দলে আর খেলার সুযোগ পাননি। দীর্ঘ কেরিয়ারে তিনি ৩৪টি টেস্ট, ১৬৪টি ODI এবং ৬৮টি T20 ম্যাচ খেলেছেন এই তারকা। যেখানে ওয়ানডে ম্যাচে তার গড় রান ৪৪.১১ এবং টেস্ট ক্রিকেটে তার গড় রান ৪০ এর উপর।

আরও পড়ুন : রান্নার গ্যাসের পর এবার সস্তা হল পেট্রোল-ডিজেল, লিটার পিছু এতটাকা কমল দাম

pujara dhawan rahane

তবে তালিকা এখানেই শেষ নয়। শিখর ধাওয়ানের পরেই লাইনে রয়েছে অজিঙ্কা রাহানের নাম। তাকে শেষবার জাতীয় দলে দেখা গেছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সদ্যই রঞ্জি ট্রফিও জিতেছেন। তবে তা সত্বেও জাতীয় দলে তাকে দেখা যাবে বলে মনে করছেনা ক্রিকেট বিশেষজ্ঞরা। তার ঝুলিতে রয়েছে ৮৪টি টেস্ট ম্যাচের সাথে ৫০৭৭ রান। অন্যদিকে ২০টি টি-২০ তে অজিঙ্কার প্রাপ্তি ৩৭৫ রান। এবং ওয়ানডে-তে এই ক্রিকেটারের গড় রান ৩৫.২৬।

আরও পড়ুন : নির্বাচনী বন্ডে টাকার পাহাড়, নাম নেই আদানি-আম্বানির! তালিকার শীর্ষে বিতর্কিত লটারি কিং

এই দুই তারকার পাশাপাশি অবসর নিতে চলেছেন চেতেশ্বর পূজারা। ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধ শতরানের রেকর্ড গড়া এই ক্রিকেটারের ক্ষেত্রেও জাতীয় দলে ফেরা যথেষ্ট কঠিন বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৭৬ ইনিংসে ৪৩.৬০ গড়ে করেছেন ৭১৯৫ রান। এহেন ক্রিকেটারও নাকি আইপিএলের পর অবসর নিতে চলেছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর