ফের ঝটকা খেল পাকিস্তান! সন্ত্রাসবাদ রুখতে ইজরায়েল-রাশিয়ার পর ভারতের পাশে দাঁড়াল এই দেশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) “অপারেশন সিঁদুর”-এর তথ্য উপস্থাপিত করতে এবং পাকিস্তানে লালিত জঙ্গিদের আসল রহস্য উন্মোচন করতে, ভারত সরকার বিশ্বজুড়ে তার “রাষ্ট্রদূত”-দের বেশ কয়েকটি দল পাঠিয়েছে। এমতাবস্থায়, দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধিদলকে ওই দেশের উপরাষ্ট্রপতি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। গত রবিবার গায়ানার উপ-রাষ্ট্রপতি ভরত জগদেও ভারতীয় সাংসদদের প্রতিনিধিদলকে বলেন যে গায়ানা সম্পূর্ণরূপে ভারতের (India) পাশে রয়েছে।

এবার ভারতের (India) পাশে দাঁড়াল এই দেশ:

সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে: শশী থারুরের নেতৃত্বে সাংসদদের একটি দলের সাথে বৈঠকের পর জগদেব বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রয়েছি এবং আমরা বিশ্বাস করি যে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে তাদের সকলকে বিচারের আওতায় আনা উচিত।” তিনি আরও জানান, “এটি একটি চমৎকার সফর ছিল এবং আমি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছি যে গায়ানা তাঁদের সাথে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে।”

গায়ানা সম্পর্কে কী জানালেন থারুর: পরে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ একটি পোস্টে, ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন যে, “এটি একটি উচ্চপর্যায়ের বৈঠক ছিল।” তিনি বলেন যে, “গায়ানার উপ-রাষ্ট্রপতি ভারত জগদেও সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ভারতের উদ্বেগের প্রতি গভীর সহানুভূতি এবং বোধগম্যতা প্রকাশ করেছেন।”

আরও পড়ুন: ইন্টারনেটের স্পিডে উঠবে ঝড়! বড়সড় পরিকল্পনা Jio-র, সরকারের কাছে অনুমতি চাইলেন আম্বানি

ভয় নেই আমেরিকাকেও: প্রসঙ্গত উল্লেখ্য যে, গায়ানার ভাইস প্রেসিডেন্ট ভরত জগদেওর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত (India) ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রভাবিত হয়েছে এবং “অপারেশন সিঁদুর”-এর পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।অন্যদিকে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের কাছে “নেতা” হওয়ার চেষ্টা করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর, ট্রাম্প নিজেকে “নেতা” হিসেবে প্রতিষ্ঠিত করার বিষয়ে একাধিক বক্তব্য দিয়েছিলেন, কিন্তু ভারত সেগুলিকে কোনও সমর্থন করেনি। ফলস্বরূপ ট্রাম্প বিরক্ত হয়েছিলেন।

আরও পড়ুন: BSF-এর হাতে খতম হওয়া জঙ্গি ছিল আত্মীয়! পাকিস্তানের সেই খেলোয়াড়ই PSL-এ করলেন বাজিমাত

সেই কারণেই ট্রাম্প Apple-এর CEO টিম কুককে ভারতে তাদের পণ্যের প্রচার না করার জন্য বলেন। পাশাপাশি তিনি হুমকি দেন এমনটা না হলে Apple-কে ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির মুখোমুখি হতে হবে। কিন্তু, গায়ানার ভাইস প্রেসিডেন্টের ওপর এই বিষয়গুলির কোনও প্রভাব পড়েনি। বরং তিনি স্পষ্টভাবে জানান যে, গায়ানা ভারতের (India) সাথে আছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X