বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পেজার এবং ওয়াকি টকিতে বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লাহর আস্তানাগুলিকে আতঙ্কিত করেছে ইজরায়েল (Israel)। শুধু তাই নয়, ইজরায়েল এবার লেবাননে সরাসরি যুদ্ধ শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইজরায়েল একদিনে লেবাননে ১,৫০০ টিরও বেশি হামলা চালিয়েছে। এদিকে, এই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন। এরপর ওই এলাকায় উত্তেজনা এখন চরমে রয়েছে।
ইজরায়েলের (Israel) হামলার পর লেবাননের পাশে দাঁড়াল চিন:
এদিকে, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের ঘোষণা করেছে, ঠিক এই আবহে চিনও এই বিষয়ে মন্তব্য করেছে। চিন লেবাননকে সম্ভাব্য সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছে। চিনের বিদেশন্ত্রী ওয়াং ই গত সোমবার লেবাননের বিদেশমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবকে জানিয়েছেন যে, চিন তার সার্বভৌমত্ব ও দেশের নিরাপত্তা রক্ষায় লেবাননকে দৃঢ়ভাবে সমর্থন করে। এদিকে, চিন ইজরায়েলের (Israel) বিমান হামলারও তীব্র নিন্দা জানিয়েছে।
চিনের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং এবং হাবিব নিউইয়র্কে সাক্ষাৎ করেছেন। যেখানে তাঁরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওয়াং বলেন, পরিস্থিতি যেভাবেই পরিবর্তন হোক না কেন, চিন ন্যায়বিচারের পাশে রয়েছে এবং লেবানন সহ আরব মিত্রদের পাশে থাকবে।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ! প্রতিবাদে ভারতে উঠল বাংলাদেশ বয়কটের ডাক
পাশাপাশি, চিন বলেছে, “আমরা আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। লেবাননে সাম্প্রতিক কমিউনিকেশন সরঞ্জামের বিস্ফোরণ এবং অসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার বিরোধিতাও আমরা করছি।” চিন মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাজ করছে এবং আরবের দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: এই কারণে দ্বিতীয় টেস্ট খেলবেন না শাকিব? চেন্নাইতে হারের পর ফের বড় ধাক্কার সম্মুখীন বাংলাদেশ
বিবৃতি অনুসারে, চিন জানিয়েছে হিংসার সাথে হিংসাকে মোকাবিলা মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান করবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ করবে। চিনের বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং আঞ্চলিক দেশগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে, ওয়াং জানান যে, চিন একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে এবং কার্যকরভাবে টু-স্টেট সলিউশনের বাস্তবায়নের পক্ষে রয়েছে।