Jio-র পর Airtel, ফের দাম বাড়ছে রিচার্জের! চিন্তায় গ্রাহকরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। সদ্য এই সংস্থা ১২-১৫% শুল্ক বাড়িয়েছে তাদের। জানা যাচ্ছে সমস্ত পোস্টপেইড আর প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) আগামী ৩ জুলাই থেকে চালু করা হবে। যদিও আগে শোনা যাচ্ছিল প্রথমেই মোবাইলের ট্যারিফ প্ল্যান বাড়াতে পারে এয়ারটেল।

কিন্তু দেখা গেল সেই কাজ সেড়ে ফেলেছে  জিও। আর তার একদিন পরেই প্রতিদ্বন্দ্বী জিও’কে টেক্কা দিতে শুল্ক বাড়িয়ে দিল এয়ারটেল-ও (Airtel)। ভারতী এয়ারটেল জানিয়ে দিয়েছে ৩ জুলাই থেকে তাদের মোবাইলের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) শুল্ক বৃদ্ধি করা হবে। কোম্পানির তরফে  একটি বিবৃতিতে জানানো হয়েছে  আগামী ৩ জুলাই, ২০২৪ থেকে তাদের মোবাইল ট্যারিফ ১০-২১% বৃদ্ধি পাবে।

জানা যাচ্ছে বর্ধিত মূল্য  ভারতী হেক্সাকম লিমিটেড সার্কেল সহ সমস্ত সার্কেলের জন্য প্রযোজ্য থাকবে৷ উল্লেখ্য সমস্ত Airtel প্ল্যানের জন্য নতুন ট্যারিফগুলি http://www.airtel-এ দেখে নেওয়া যাবে। প্রসঙ্গত Airtel নিশ্চিত করেছে দাম বাড়ানো হলেও তা খুবই কম হবে। প্রতিদিন ৭০ পয়সার কম হবে।

আরও পড়ুন: জুনের বৃষ্টির ঘাটতি কি পূরণ হবে জুলাইয়ে? কি বলছে হাওয়া অফিস?

বিশেষ করে বাজেট সচেতন গ্রাহকদের বোঝা কমাতেই এন্ট্রি লেভেলের প্ল্যানের দাম বাড়ানো হবে। এয়ারটেলের নতুন শুল্ক পরিকল্পনায় বাজেট-সচেতন ভোক্তাদের উপর প্রভাব কমাতে মাঝারি দামের বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এখানে নতুন প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানগুলির একটি বিশদ ব্রেকডাউন রয়েছে।

প্রসঙ্গত বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই-কে দেওয়া তথ্যে টেলিকম সংস্থা জানিয়েছে আনলিমিটেড ভয়েস কল প্ল্যানের জন্য ১৭৯ টাকার প্ল্যান এখন দাম বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে ৪৫৫ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে  ৫৯৯ টাকা এবং ১৭৯৯ টাকার প্ল্যানের দাম করা হয়েছে ১৯৯৯ টাকা। একটি বিজ্ঞপ্তিতে ভারতী এয়ারটেল জানিয়েছে মোবাইলের জন্য প্রতি মাসে অর্থাৎ এআরপিইউ প্রতি ব্যবহারকারী আয় বাড়িয়ে ৩০০ টাকা করতে বলা হয়েছে। যা কোম্পানির আর্থিক মডেলকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X