বাংলা হান্ট ডেস্কঃ সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে (Trinamool Congress) যোগদান করেছেন কং বিধায়ক বাইরন বিশ্বাস (Byron Biswas)। আর জোড়া ফুলে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেন বিধায়ক। আজ সকালেই তার জন্য পুলিশি নিরাপত্তার (Police Protection) বন্দোবস্ত করা হয়েছে। আর খুশিতে একথা নিজেই জানিয়েছেন তৃণমূলের বাইরন।
সূত্রের খবর, বাইরন বিশ্বাসের বাড়ির নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছে দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, আট জন সশস্ত্র কনস্টেবল। এখানেই শেষ নয়, বিধায়কের দেহরক্ষী হিসেবে দেওয়া হয়েছে এক জন সাব ইনস্পেক্টর, এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং তিন জন কনস্টেবল।
জানা গিয়েছে, গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পরই রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার সঙ্গে ফোনে নিজের নিরাপত্তা সংক্রান্ত কথোপকথন ছলে বিধায়কের। দল বদলের পর মুর্শিবাদাবাদে ফিরলে তার ওপর হামলা হতে পারে, এই আশঙ্কা নিয়েই নিজের ও তার পরিবারের জন্য পুলিশি নিরাপত্তার আর্জি জানান বাইরন।
আর চাওয়া মাত্রই হল কাজ। মঙ্গলবার সকাল থেকেই বাইরন বিশ্বাসের শমসেরগঞ্জের বাড়িতে পুলিশি নিরাপত্তার বহর চোখে পড়েছে। আজই মোতায়েন করা হয়েছে ব্যক্তিগত দেহরক্ষীও। প্রসঙ্গত, আজ থেকে প্রায় তিন মাস আগে ২ মার্চ কংগ্রেসের হয়ে জয়ী হওয়ার পর থেকেই লাগাতার নিজের নিরাপত্তা চেয়ে রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিধায়ক।
শুধু তাই নয়, বাধ্য হয়ে মে মাসেই কলকাতা হাই কোর্টে ছোটেন বিধায়ক। তার অভিযোগ ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই নাকি তাকে ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।
হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা টি উঠলে বিচারপতি বিধায়ক বিশ্বাসকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তার পরেও তাঁর নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছিলেন বাইরন। কিন্তু সোমবার দলবদলের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই সমস্যা সমাধান করে দিল রাজ্য পুলিশ।