দলবদলের ‘পুরস্কার’! BJP ছেড়ে তৃণমূলে আসতেই বড় দায়িত্ব পেলেন তাপসী মণ্ডল

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে দলবদলের ধারা। সম্প্রতি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal)। গত সোমবার তৃণমূল ভবনে গিয়ে শাসকদলে যোগ দেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নেন দলীয় পতাকা। এবার সেই তাপসীকেই দেওয়া হল বিরাট দায়িত্ব।

তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতেই বড় ‘পুরস্কার’ পেলেন তাপসী!

একদা বাম নেত্রী ছিলেন, পরবর্তীতে যোগ দেন বিজেপিতে। একুশের বিধানসভা নির্বাচনে হলদিয়ায় পদ্ম ফুটিয়েছিলেন তাপসী মণ্ডল। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের বছরখানেক আগে তৃণমূলে নাম লেখালেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত এই বিধায়ক দলবদল করায় জোর ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এবার তাঁর হাতেই তুলে দেওয়া হল বড় দায়িত্ব।

গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। এরপর বুধবারই রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হল তাঁকে। বিরোধী শিবিরের একাংশের দাবি, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ‘পুরস্কার’ দেওয়া হয়েছে হলদিয়ার বিধায়ককে।

আরও পড়ুনঃ উঠেছিল গুরুতর অভিযোগ! উল্টে পুলিশকেই ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?

উল্লেখ্য, তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর মূলত তাপসীর মাধ্যমেই দীর্ঘসময় হাত থেকে দূরে থাকা হলদিয়ার দখল নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে হলদিয়া থেকে জয়ী হয়েছিলেন এই দাপুটে নেত্রী। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনিই তৃণমূলে যোগ দেওয়ায় তা গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে।

Tapasi Mondal joins Trinamool Congress

প্রথমত, এতদিন শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বিধায়ক হিসেবে পরিচিত ছিলেন তাপসী। রাজ্যের বিরোধী দলনেতার নিজের জেলার একজন গুরুত্বপূর্ণ নেত্রী তিনি। সেই সঙ্গেই তাঁর পরিষদীয় দলেরও সদস্য ছিলেন। ফলে হলদিয়ার বিধায়কের দলবদলের গুরুত্ব অনেকখানি বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। বিরোধী দলনেতার অবশ্য দাবি, তাপসীর তৃণমূলে (Trinamool Congress) যোগ দেওয়ার তেমন কোনও প্রভাব বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে পড়বে না। মানুষ দলবদলুদের সমর্থন করেন না। ফলে হলদিয়ার হিন্দু ভোটাররা তাপসী মণ্ডলকে ভোট দেবেন না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর