ট্রেন্ডে গা ভাসাতে ব‍্যস্ত সবাই, ‘কাঁচা বাদাম’এর পর ভাইরাল ‘নিম্বু সোডা’ বিক্রেতার গান

বাংলাহান্ট ডেস্ক: সুর করে গান গেয়ে জিনিসপত্র বেচতে তো প্রায়ই দেখা যায় বিক্রেতাদের। সেই গানও যে ভাইরাল (Viral Song) হতে পারে তা প্রথম দেখালেন ভুবন বাদ‍্যকর। তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। তারপরের ঘটনাবলী সকলেরই জানা। অখ‍্যাত গ্রামের এক বাদাম বিক্রেতা থেকে এখন ভুবন জোড়া খ‍্যাতি ভুবনের। তাঁর দেখাদেখি এখন অনেকেই জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন।

কাঁচা বাদামের পরে ভাজা বাদাম, ঝালমুড়ি এমনকি কাঁচা পেয়ারা আর আঙুর নিয়েও গান বাঁধতে দেখা গিয়েছিল কয়েকজনকে। তবে এবারে আর কোনো ফলমূল নয়। এক নিম্বু সোডা বিক্রেতার (Nimbu Soda Seller) ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

   

IMG 20220410 210518
গরম এসেই পড়েছে দোরগোড়ায়। এখন রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে বসতে দেখা যাবে লেবুজল ওরফে নিম্বু পানি বা নিম্বু সোডা বিক্রেতাদের‌। ঠাঁঠাঁ রোদের মধ‍্যে ঠাণ্ডা ঠাণ্ডা এক গেলাস নিম্বু পানি অমৃতের সমানই বটে। বিক্রিবাটা ভাল হওয়ার জন‍্য, ক্রেতাদের নজর টানার জন‍্য অভিনব পদ্ধতিতে নিম্বু সোডা বিক্রি করতে দেখা গিয়েছে এক ব‍্যক্তিকে।

IMG 20220410 210543
ভিডিওতে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ওই ব‍্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। বোঝাই যাচ্ছে সকলেই বেশ পছন্দ করছে তাঁর গান। গরম পড়তে না পড়তেই লেবুর দাম আগুন। এমতাবস্থায় ভাইরাল গান শুনেই পিপাসা মেটাচ্ছেন নেটনাগরিকরা।

https://www.instagram.com/reel/CbhZZymN8w_/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/BxeHTKeH1X6/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গাইতে দেখা গিয়েছিল এক ব‍্যক্তিকে। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। এই পেয়ারা আঙুর বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। ভুবন বাদ‍্যকর বেশ নতুন রকম একটি ট্রেন্ড শুরু করে দিয়েছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর