কাজাখস্তান-কোরিয়ার পর এবার এই দেশ! ফের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত একাধিক

বাংলাহান্ট ডেস্ক : গত বছরের শেষ থেকে যে পরপর বিমান দুর্ঘটনা (Plane Crash) শুরু হয়েছে নতুন বছরেও তা থামল না। ২০২৪ এ কাজাখস্তান এবং দক্ষিণ কোরিয়ার পর ২০২৫ এর শুরু হতে না হতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের বিমান দুর্ঘটনার (Plane Crash) খবর পাওয়া গেল। এখনো পর্যন্ত দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১৯ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান (Plane Crash)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে ঘটে দুর্ঘটনাটি। একটি যাত্রীবাহী ছোট বিমান দুর্ঘটনার (Plane Crash) কবলে পড়ে। ফুলারটন পুলিশের তরফে জানা গিয়েছে, একটি কারখানার উপরে ভেঙে পড়েছিল বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা (Plane Crash) ঘটেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। দুর্ঘটনার পরেই আগুন ধরে যায় বিমানে।

After Kazakhstan and south korea plane crash incident in this country

মৃত্যু হয়েছে দুজনের: খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন দমকল বাহিনী। পুলিশ সূত্রে খবর, বিমানে কতজন যাত্রী ছিল তা এখনো স্পষ্ট হয়নি। তবে সে সময়ে কারখানায় অন্তত ২০০ কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, মৃত দুই ব্যক্তি বিমানের (Plane Crash) যাত্রী। তাঁদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

আরো পড়ুন : এক বছরের লম্বা গ্যাপ, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন সায়ক?

চিকিৎসা চলছে আহতদের: আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আঘাত সামান্য থেকে কয়েকজনের বেশ গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইঅ্যাওয়ার’ থেকে প্রাপ্ত তথ্য বলছে, ছোট বিমানটিতে (Plane Crash) যাত্রী সংখ্যা বেশি ছিল না। ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে টেক অফ করার মাত্র ২ মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে।

আরো পড়ুন : হুবহু করোনার মতো, নয়া ভাইরাস আমদানি চিনের! নতুন বছরেই ফের শুরু মহামারীর আতঙ্ক

গত বছরের ডিসেম্বর মাসেই পরপর দুটি বিমান দুর্ঘটনা ঘটে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল বিমানটি। বিমানটিতে ৫ জন বিমানকর্মী ছাড়া মোট ৬৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যুর খবর মেলে। তার কিছুদিন পরেই দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ১৭৯ জনের মৃত্যু হয় ওই দুর্ঘটনায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর