কেকে-র মৃত‍্যুতে টনক নড়ল সরকারের, স্থগিত সুনিধি-জুবিনদের নিয়ে কলেজের ফেস্ট

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় গান গাইতে এসে বেঘোরে প্রাণ হারালেন কেকে (KK)। গোটা দেশ যখন শোকে মূহ‍্যমান তখন অনেক আঙুল উঠছে কলকাতার দিকে। ভারত বিখ‍্যাত গায়কের মৃত‍্যুর দায় কি এড়িয়ে যেতে পারেন আয়োজকরা? বিষয়টা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

এর মাঝেই স্থগিত রাখা হল সুরেন্দ্রনাথ কলেজের আসন্ন ফেস্ট। আগামী ৮ জুন হওয়ার কথা ছিল সেই ফেস্ট। জায়গা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তারকাখচিত হওয়ার কথা ছিল সেই ফেস্টও। মুম্বই থেকে আসার কথা ছিল সুনিধি চৌহান (Sunidhi Chauhan) এবং জুবিন নটিয়াল (Jubin ) এর।

sunidhi chauhan favourite singer main

কিন্তু সাম্প্রতিক দুর্ঘটনা সমস্ত হিসেব পালটে দিয়েছে। নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরেই কেকের অকালমৃত‍্যুর ক্ষত এখনো সারিয়ে উঠতে পারেনি কলকাতা। উপরন্তু গায়কের মৃত‍্যুর জন‍্য দায়ী করা হচ্ছে এই শহরকেও।

তাই আপাতত নতুন শো স্থগিত রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। কলেজের তরফ থেকে তো নোটিস জারি করে দেওয়া হয়েছেই, এছাড়াও রাজ‍্য সরকারও কেকের ঘটনার প‍রেই নড়েচড়ে বসেছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে নোটিসে জানানো হয়েছে, ফেস্ট আপাতত হচ্ছে না। জুন মাসে সম্ভব হবে না।

IMG 20220602 044152
তবে চলতি মাসের ৭-১০ তারিখ পর্যন্ত রাজ‍্য সরকারের উচ্চশিক্ষা দফতরের কার্যক্রম চলবে নেতাজি ইন্ডোরে। তাই ফেস্ট বাতিল হয়েছে বলে খবর। উল্লেখ‍্য, এখন থেকে যেকোনো কলেজের ফেস্টে সরকারের নজরদারি চলবে বলে জানানো হয়েছে। নজরুল মঞ্চ কিংবা অন‍্য কোনো অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজন করা আগে জানাতে হবে লালবাজারকেও।

নজরুল মঞ্চের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজন করার আগে অডিটোরিয়ামের আসন সংখ‍্যা এবং সেই নিরিখে বিক্রিত টিকিটের সংখ‍্যা জানাতে হবে। অনুষ্ঠানে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ব‍্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর