এটা কি করলেন মাস্ক? ভারত সফর স্থগিত করে পৌঁছে গেলেন চিনে, কি পরিকল্পনা করছেন টেসলার CEO?

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই ভারতে (India) আসার কথা ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা টেসলার CEO ইলন মাস্কের (Elon Musk)। কিন্তু, একদম শেষ মুহূর্তেই ভারত সফরের পরিকল্পনা বাতিল করেন তিনি। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেসলার CEO মাস্ক রবিবার আচমকাই চিন সফরে গিয়েছেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে চিন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। এমতাবস্থায়, সংবাদ সংস্থা রয়টার্স এই বিষয়ে জ্ঞাত ২ জনকে উদ্ধৃত করে মাস্কের চিন সফরের বিষয়টি উপস্থাপিত করেছে। এদিকে, আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হল ভারত সফর স্থগিত করার এক সপ্তাহ পরেই চিন সফরে গেলেন মাস্ক। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পরে মাস্কের ভারতীয় বাজারে প্রবেশের পরিকল্পনা ঘোষণা করার কথা ছিল।

Elon Musk postponed his visit to India and reached China.

মাস্ক বেজিংয়ে চিনা আধিকারিকদের সাথে দেখা করতে চান: জানা গিয়েছে, ইলন মাস্ক চিনে ফুল-সেলফ ড্রাইভিং (FSD) সফ্টওয়্যার রোলআউট নিয়ে আলোচনা করার লক্ষ্যে তার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির জন্য অ্যালগরিদম প্রশিক্ষিত করতে বিদেশে সংগৃহীত তথ্য স্থানান্তরের অনুমোদন পেতে বেজিংয়ে চিনা আধিকারিকদের সাথে দেখা করতে চান।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেবে ২৫০ কিমি দূরের নিশানা! চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত ব়্যাম্পেজ মিসাইল

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ এক প্রশ্নের জবাবে, মাস্ক জানান যে, টেসলা খুব শীঘ্রই চিনে গ্রাহকদের জন্য FSD উপলব্ধ করতে পারে। রয়টার্সের মতে, টেসলা চিনা নিয়ন্ত্রকদের প্রয়োজন অনুসারে ২০২১ সাল থেকে তার চিনা সহযোগী দ্বারা সংগৃহীত সমস্ত ডেটা সাংহাইতে সংরক্ষণ করেছে এবং আমেরিকাতে পুনরায় স্থানান্তরিত করেনি।

আরও পড়ুন: ঘাড়ত্যারামির সাজা, IPL-এ নিয়ম ভেঙে BCCI-র কড়া শাস্তির কোপে ঈশান কিষাণ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, টেসলা চার বছর আগে তার অটোপাইলট সফ্টওয়্যারের সবচেয়ে অটোনমাস ভার্সন FSD চালু করেছে। কিন্তু গ্রাহকের অনুরোধ সত্বেও এটি এখনও চিনে উপলব্ধ করা হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর