বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই শুরু হবে IPL (Indian Premier League)। তবে, তার আগে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) তারকারা। এদিকে, বর্তমানে পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) চলছে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা PSL। এই লিগটি বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে। কখনও বাবর আজমকে “জিম্বাবোয়ে-জিম্বাবোয়ে” বলে কটূক্তি করা আবার কখনও বা শোয়েব মালিকের তৃতীয় স্ত্রীকে ট্রোল করার মতো বিষয়; এমনকি, এই লিগ চলাকালীন পুলিশ কমিশনারের বিরুদ্ধে একাধিক ক্রিকেটারের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও সামনে এসেছে।
তবে, এবার আরও একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে চলছে জোর আলোচনা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার PSL-এর সুপার লিগের খেলা ছেড়ে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে এসেছেন এক তারকা খেলোয়াড়। আর এই কাণ্ড যিনি ঘটিয়েছেন তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কায়রন পোলার্ড। যিনি PSL-এ খেলেন করাচি কালান্দার্সের হয়ে।
এদিকে, PSL-এ খেলা চলাকালীন পোলার্ডের ভারতে আসার বিষয়ে ওই লিগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, এটাও জানা যাচ্ছে যে, ওই লিগ থেকে বহু খেলোয়াড় নিজেদের দল থেকে ক্রমে বাইরে আসতে শুরু করেছেন এবং অনেকে আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যার ফলে PSL নিয়ে রীতিমতো রসিকতা শুরু হয়েছে।
আরও পড়ুন: চন্দ্রগ্রহণ থেকে শুরু করে ধূমকেতু! এই মাসেই ঘটবে একাধিক মহাজগতিক ঘটনা, জেনে নিন দিনক্ষণ
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে দেশ-বিদেশ থেকে হাজির হয়েছেন তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিকেটের তারকারাও। শচীন তেন্ডুলকার থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, রশিদ খানরা হয়েছেন উপস্থিত। সেই তালিকায় যুক্ত হলেন কায়রন পোলার্ড।
আরও পড়ুন: বিজেপি নাকি কংগ্রেস? লোকসভা নির্বাচনে কার হয়ে লড়বেন যুবরাজ? অবশেষে জানিয়ে দিলেন মনের কথা
উল্লেখ্য যে, ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন IPL-এর দল মুম্বাইয়ের সাথে। দীর্ঘদিন ধরে ওই দলে খেলার পর তিনি বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকায় রয়েছেন। এমতাবস্থায়, আম্বানি পরিবারের সাথেও তাঁর সুসম্পর্ক বজায় রয়েছে। আর সেই কারণেই অনন্ত আম্বানির বিয়েতে PSL ছেড়ে পৌঁছে গিয়েছেন এই তারকা।