রোহিত আউট হওয়ার পর মাঠে নামা ব্যাটসম্যানকে টানতে টানতে মাঠের বাইরে নিয়ে গেল নিরাপত্তারক্ষীরা! হাসিতে মাতলো সোশ্যাল মিডিয়া

বাংলা হান্ট ডেস্কঃ জারভো, লর্ডস টেস্টের পর তার কার্যকালাপ এখন রীতিমতো পরিচিত সকলের কাছে। ৬৯ নাম্বার জার্সি পড়ে লর্ডসে হঠাৎই মাঠে নেমে পড়তে দেখা গিয়েছিল এই সমর্থককে। তিনি শুধু মাঠেই নামেননি, রীতিমত নিজেকে ভারতীয় খেলোয়াড় বলে দাবি করারও চেষ্টা করছিলেন মাঠের মধ্যে যা দেখে হাসিতে ফেটে পড়েছিল দর্শকরা। লর্ডসের পর এবার লিডসেও দেখা মিলল এই ফ্যানের।

হেডিংলের লিডস ময়দানে খেলার শুরু থেকেই পিছিয়ে পড়েছিল ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয়ে যাওয়ার পর কাল দ্বিতীয় ইনিংসে তাদের মাথায় ছিল ৩৫৪ রানের লিডের বোঝা। শুরুতে কে এল রাহুলকে হারালেও পরে অবশ্য রোহিত এবং পূজারার হাত ধরে মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মেন ইন ব্লু। এরই মাঝে রোহিত ৫৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতেই দেখা গেল এক অদ্ভুত কান্ড। চার নম্বরে ব্যাটিং করতে কোহলি নয় আসছেন অন্য কেউ।

   

প্যাড, গ্লাভস, হেলমেটে সুসজ্জিত এই ব্যক্তি আবার নিজের মুখ ঢেকে রেখেছেন মাস্কে। স্বাভাবিকভাবেই তাকে আটকাতে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। দেখা যায় আবার সেই জারভোই এবার চাইছিলেন ভারতের হয়ে ব্যাট করতে নামতে। এবার আর কোন রেয়াত করেননি নিরাপত্তারক্ষীরা। প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন তারা। যদিও বাইরে যেতে মোটেই রাজি ছিলেন না জারভো। কেনই বা যাবেন? তিনি তো পড়ে এসেছেন ক্রিকেটের কিট। উইকেট পড়েছে, সুতরাং এখন তাঁর ব্যাট করার সময়। কিন্তু কেউ তাকে বলতে ভুলে গিয়েছিল তিনি এখনও ভারতীয় দলের ক্যাপ্টেন হতে পারেননি।

তার এই কান্ডে ফের একবার হাসিতে মেতেছে সোশ্যাল মিডিয়া। জারভো এখন কার্যত সোশ্যাল মিডিয়া সেনসেশন। লিডসে তৃতীয় দিন শেষে অবশ্য এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তবে আশার কথা এই যে একদিকে যেমন ৯১ রানে অপরাজিত রয়েছেন পুজারা তেমনি অন্যদিকে ৪৫ রানে অপরাজিত ক্যাপ্টেন কোহলি। যদিও আজ শুরু থেকেই নতুন বলের সামনে পড়তে হবে তাদের। এখন অ্যান্ডারসনদের বিরুদ্ধে আরেকবার প্রতিরোধ গড়তে পারেন কিনা কোহলি ব্রিগেড সে দিকেই নজর থাকবে সকলের।

 

ad2
Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর