IPL নিলামে বড় কামাল! এক দলে খেলবেন দুই প্লেয়ার, যারা একে অপরের শত্রু

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর মেগা নিলাম বেঙ্গালুরুতে আয়োজিত হচ্ছে। এই নিলামে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বিশাল অংকের দামে কিনেছে রাজস্থান রয়্যালস। অশ্বিনকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখেনি, তাকে মেগা নিলামে কিনেছে রাজস্থান রয়্যালস। নিলামের টেবিলে পাঞ্জাব কিংসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলে রাজস্থানের, কিন্তু শেষ পর্যন্ত বাজি মারে রাজস্থানই।

রবিচন্দ্রন অশ্বিনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু রাজস্থান রয়্যালস তার জন্য বড় বিড করে তাকে ৫ কোটিতে নিজেদের দলে যোগ করেছে। চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের পর রাজস্থান হবে আইপিএলে অশ্বিনের পঞ্চম দল। গত আইপিএল ভালো না গেলেও এখন ভালো ফর্মে রয়েছেন অশ্বিন। তার ভেরিয়েশন সামলানো কারোর পক্ষেই সহজ হবে না।

সম্প্রতি ভারতীয় দলের হয়ে ভালো বোলিং করেছেন অশ্বিন। বর্তমানে তিনি ফের হয়ে উঠেছেন ভারতীয় দলের এক নম্বর স্পিনার। তার নামের পাশে ৪০০ টিরও বেশি উইকেট রয়েছে। একই সঙ্গে সব ফরম্যাটে সুযোগ পাচ্ছেন তিনি। অশ্বিন এখনও অবধি আইপিএলে ১৭৬ ম্যাচে ১৪৫ টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ব্যাটও করতে পারেন তিনি।

২০১৯ সালে, আইপিএলের দ্বাদশ তম মরশুমে রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকড’ করে নন-স্ট্রাইকিং সাইডে আউট করেছিলেন, যার পরে এটি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। অশ্বিন তখন পাঞ্জাব দলের হয়ে খেলতেন এবং দলের অধিনায়কও ছিলেন। রাজস্থান রয়্যালস আসন্ন আইপিএলের জন্য ধরে রেখেছে জস বাটলারকে। এমন পরিস্থিতিতে এখন একে অপরের শত্রু, প্রতিপক্ষ দলকে হারাতে এখন বন্ধু হয়ে খেলবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর