মদন ক্ষমা চাইতেই ‘অ্যাকশনে’ মমতা? তৃণমূলের অন্দরে যা হচ্ছে… ফাঁস হতেই শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন কামারহাটির তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। দু’দিন আগে অবধিও জোর গলায় একের পর এক চাঞ্চল্যকর দাবি করছিলেন তিনি। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ক্ষমা চেয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে একটি চিঠি দেন তিনি। এরপরেই সামনে আসছে বড় খবর!

‘অ্যাকশনে’ নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?

সম্প্রতি মদন সহ তৃণমূলের একাধিক বিধায়কের মুখে নানান বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে। সেসব নিয়ে প্রচুর জলঘোলাও হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এসব বেফাঁস মন্তব্য তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই কারণেই কি এবার আসরে নামতে চলেছেন খোদ দলনেত্রী?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের বিধায়কদের নিয়ে এবার বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাতেই সেই বৈঠক হবে। ইতিমধ্যেই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। এরপরেই প্রশ্ন উঠছে, এই বৈঠকে কি তৃণমূল (TMC) বিধায়কদের উদ্দেশে কোনও কড়া বার্তা দেবেন দলের সুপ্রিমো?

আরও পড়ুনঃ পরকীয়ার জেরে সন্তান জন্ম দিয়েছে স্ত্রী! দায়িত্ব নিতে হবে স্বামীকেই! সুপ্রিম কোর্টের রায়ে তোলপাড় দেশ

জানা যাচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পরিষদীয় বৈঠক হতে চলেছে। সেদিন বেলা ১টায় বিধানসভাতেই এই বৈঠক হবে বলে খবর। সূত্র উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই বৈঠকে দলের বিধায়কদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূল নেত্রী। দলীয় শৃঙ্খলা এবং আচরণবিধির ওপর জোর দেওয়া হবে।

Mamata Banerjee

সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র দাবি করেন, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য হতে গেলে নাকি ১০ লাখ টাকা করে দিতে হয়। পরবর্তীতে অবশ্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দেওয়া চিঠিতে মদন লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মর্মাহত হয়েছেন। আমি এর জন্য লিখিতভাবে দুঃখপ্রকাশ করছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর