মাধ্যমিকে খারাপ রেজাল্ট হওয়ায় বকুনি, হঠাৎ সেই ছেলে ধরল মুম্বাইয়ের ট্রেন! কী ঘটল এরপর?

বাংলাহান্ট ডেস্ক : কিছুটা খারাপ ফলাফল হয়েছে মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Pariksha)। তাই মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ির ছেলেকে বকাবকি করেছিলেন আত্মীয়রা। এরপর বকুনির জেরে রাগে ট্রেনে চেপে সোজা মুম্বাইয়ের (Mumbai) উদ্দেশ্য রওনা। নিউ গড়িয়ার পঞ্চসায়র থানা এলাকায় ঘটেছে এই ঘটনা।

অবশেষে পুলিশ উদ্ধার করতে পেরেছে এই ছেলেটিকে। গত বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়েছে পঞ্চসায়রের বুদেরহাটির এলাকার বাসিন্দা বাবাই নস্কর। ছেলের এই ফলে বাড়ির লোকজন অসন্তুষ্ট হয়ে যান। বাবাইকে বকাবকি করেন তার মা।

আরোও পড়ুন : নয়া পর্যটন কেন্দ্র সিকিমে! এবার এই নতুন হ্রদে অনায়াসেই যেতে পারবেন পর্যটকরা

এমনকি পরিবারের লোক জানায় ছেলেটিকে হোস্টেলে রেখে পড়ানো হবে। জানা গেছে, এরপরই মানসিক উত্তেজনা বৃদ্ধি পায় বাবাইয়ের। কম্পিউটার ক্লাসে যাওয়ার নাম করে বিকেলে বাড়ি থেকে বের হয় সে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আরোও পড়ুন : নতুন ‘রাস্তা’ খুলে গেল কলকাতা মেট্রোয়! এবার থেকে যাত্রীরা পাবেন বাড়তি সুবিধা

এরপর পরিবারের তরফে ডায়েরি করা হয় পঞ্চসায়র থানায়। ছেলেটির বাবা কমল নস্করের কাছে গত ৪ তারিখ বিকালে মুম্বাই রেল পুলিশের পক্ষ থেকে ফোন আসে। এই ফোনে জানানো হয় যে রেল পুলিশ বাবাইকে উদ্ধার করেছে। সূত্রের খবর, বাড়ি থেকে বের হয়ে বাবাই সোজা চলে যায় হাওড়া স্টেশনে।

10th result 2021 featured image

সেখানে গিয়ে সে উঠে পরে মুম্বাই মেলে। কর্তব্যরত মুম্বাই রেল পুলিশের কর্মীরা ছেলেটিকে দেখে সন্দেহ হওয়ায় আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সব কথা খুলে বলে বাবাই। তারপর গত ৫ তারিখ ছেলেকে উদ্ধার করতে বাবা পাড়ি দেন মুম্বাই। অবশেষে বাড়ির ছেলের সন্ধান পেয়ে খুশি পরিবারের সদস্যরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর