বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার প্রকাশ্যে এসেছে ২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2025)। তা দেখে কারোর পরিবারে খুশির হাওয়া, কারোর আবার বিষাদের সুর। রেজাল্ট দেখার পরেই যেমন চরম সিদ্ধান্ত নিয়েছে ঘাটালের এক ছাত্র (School Student)। তা ঘিরে এখন শোকের ছায়া পরিবার, স্কুল সহ সমগ্র এলাকায়।
মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2025) বেরোতেই না বেরোতেই চরম পদক্ষেপ!
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর নিবাসী ঋতম ঘোষ চলতি বছর মাধ্যমিক দিয়েছিল। শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছিল সে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মাধ্যমিকে আশানুরূপ ফলাফল হয়নি ঋতমের। তাঁর প্রাপ্ত নম্বর ৩৪৭। ফলাফল দেখার পরেই হতাশ হয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
ঋতমের পরিবারের কথায়, আরও একটু ভালো রেজাল্ট হবে বলে আশা করেছিল সে। আশানুরূপ ফলাফল না হতেই চরম পদক্ষেপ নেয়। ঋতম যে এমন করবে সেটা বাড়ির কেউই ভাবতে পারেনি বলে খবর।
আরও পড়ুনঃ আরও পিছিয়ে পড়ল ফুলকি! জগদ্ধাত্রী-পরিণীতার হাড্ডাহাড্ডি লড়াই! বেঙ্গল টপার হল কে?
এদিন আত্মহত্যার খবর পাওয়ার পরেই ঋতমের বাড়িতে আসে ঘাটাল থানার পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুত্রশোকে বিহ্বল ঋতমের বাবা। কান্নায় ভেঙে পড়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। গোটা পরিবারের পাশাপাশি ঋতমের বিদ্যালয়েও নেমে এসেছে শোকের ছায়া।
শ্রী অরিবিন্দ বিদ্যামন্দিরের হেডমাস্টার গৌতম জানা বলেন, ‘ছেলেটি ভীষণ ভালো ছিল, ভালো ছাত্র ছিল। তবে এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে সেটা আমরা ভাবিনি’। স্কুলের শিক্ষাকর্মীদের মনও ভারাক্রান্ত। বিদ্যালয়ের গ্রুপ ডি স্টাফ অশোক কুমার মাইতি বলেন, ‘আমার পাশের গ্রামে বাড়ি। ওর মা-বাবা ভীষণ সচেতন ছিলেন। রোজই খোঁজখবর নিতেন। ছেলেটা যে কেন এমন করল বুঝতে পারছি না’।
উল্লেখ্য, চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলাফল (Madhyamik Result 2025) ঘোষণা হয়েছে। আর তারপরেই চরম সিদ্ধান্ত নিল ঘাটালের পরীক্ষার্থী। আশানুরূপ ফলাফল না হতেই আত্মহত্যার পথ বেছে নিল ঋতম ঘোষ।